ভারতীয় রেল, অর্থনীতি, রেলমন্ত্রী পীযূষ গোয়েল
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা কালে এবারে রেলের তরফে ঘোষণা হল একটা বড় খবর। এবারে জনগণের স্বার্থে ভারতীয় রেল চালু করল আরও ৭১ টি আনরিজার্ভড ট্রেন। করোনা ভাইরাসের সময় প্রায় ১ বছর সমস্ত দেশ ব্যাপী ট্রেন পরিষেবা ব্যাহত ছিল। সেক্ষেত্রে দেশ থেকে লকডাউন উঠে যাবার পরও পুরোপুরিভাবে রেল পরিষেবা সর্বত্র শুরু হয়েছিলনা।

তবে আসতে আসতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রেল পরিষেবাটাও স্বাভাবিক হতে থাকে। এর ফলে যাত্রীদের স্বার্থে আজ থেকেই আরও প্রায় ৭১ টি আনরিজার্ভড ট্রেন চালু করল ভারতীয় রেল। যেহেতু করোনা পরিস্থিতি শেষ না হলেও আগের থেকে সমস্ত পরিষেবা অনেকটা স্বাভাবিক হয়েছে।

আবারও বিশ্ব জুড়ে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। সারা বিশ্বে অনেক দেশেই আবারও চালু হয়েছে লকডাউন। সেক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের দেশও। আমাদের দেশেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসে আছড়ে পড়েছে। আমাদের দেশে বিভিন্ন রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশী যে সব রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সেগুলি হল মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লী, পশ্চিমবঙ্গ।

যদিও মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে লকডাউনের ডাক দিয়েছে এবং পশ্চিমবঙ্গে যেহেতু চলছে বিধানসভা ভোট সেক্ষেত্রে রাজ্যে এখনও পুরো লকডাউন না হলেও অনেক করোনা বিধি আবার নতুন করে লাগু করেছে সরকার।

সেই দিকে নজর দিয়েই এবং যাত্রীদের সুবিধার্থে এই ৭১ টি আনরিজার্ভড ট্রেন চালু করল ভারতীয় রেল। উত্তর রেলওয়ের এই নতুন ৭১ টি আনরিজার্ভড ট্রেন চালু হওয়া নিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজে টুইট করে জানান। প্রত্যেক যাত্রীকেই কোভিড বিধি মেনে এই রেলে চাপতে হবে।