লতা মঙ্গেশকর, Lata Mangeskar
প্রয়াত লতা মঙ্গেশকর ! ২৭ দিনের যুদ্ধে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- পরলোক গমন করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

গত ৮ ই জনুয়ারি করোনা পজিটিভ অবস্থায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। পরিবারের কথায় জানা যায়, লক্ষণ গুলি সামান্য হলেও বয়স জনিত কারনে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

কিন্তু হঠাৎ শনিবার তাকে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে ভেন্টিলেশনে দেওয়া হয়। করোনার সাথে সাথে নিমোনিয়ার চিকিৎসাও চলছিল তাঁর। তবে ডাক্তারদের আপ্রাণ চেষ্টার পরেও আর ফেরানো গেলোনা তাকে। আজ সকাল ৮:১২ মিনিট এর মাথায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুনঃ- লতা মঙ্গেশকরের জীবনী

১৯২৯ সালের ২৮ শে সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোর এক সঙ্গীত পরিবারে জন্ম হয় লতা মঙ্গেশকরের। তার প্রথম গুরু ছিলেন তার নিজের বাবা পন্ডিত দীননাথ মঙ্গেশকর। মাত্র ১৩ বছর বয়সে একটি মারাঠি সিনেমার জন্য করেন প্রথম প্লে-ব্যাক করেন তিনি। ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবি “মজবুর”-এ গান করেন তিনি। তবে ‘মহল’ ছবির ‘আয়েগা আনেওয়ালা’ গান হিট হওয়ার পর থেকে শুরু, আর পিছনে ফিরে তাকাননি তিনি। প্রায় সাত দশক ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুম্বাইয়ের সুর সম্রাজ্য শাসন করেন সুর সম্রাজ্ঞী।

হিন্দি, বাংলা, মারাঠি সহ প্রায় ৩৬ টি আঞ্চলিক ভাষায় গান গাওয়ার কৃতিত্ব একমাত্র তাঁরই আছে। এছাড়া ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মান রয়েছে তার ঝুলিতে।