পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের মাঝের দিকে সম্পাদিত হবে রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া। ইতিমধ্যে প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের প্রচারের কাজে নেমে পড়েছে। সম্প্রতি প্রচার সংক্রান্ত এক কর্মসূচির ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)।
গত সোমবার নজরুল মঞ্চে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দু-মাস রাজ্যস্তরের ৩০০ তৃণমূল নেতা ১০ দিন গ্রামে গিয়ে থাকবেন। এর পাশাপাশি তাদের খাওয়া-দাওয়া কি দেওয়া হবে সেই নিয়েও মন্তব্য করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দল-নেতাদের গ্রামে পাঠাচ্ছেন গ্রামবাসীদের সমস্যার কথা জানার জন্য। যাতে গ্রামবাসীদের সমস্যা সমাধান করতে পারেন তিনি। যাতে পরবর্তী ভোট নির্বাচনীতে এর প্রভাব দেখা যায়। তবে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, এই তৃণমূল নেতারা সেইসব গ্রামের কোনো মানুষের বাড়িতেই খাওয়া-দাওয়া করবেন।
আগামী দু’মাস তৃণমূল নেতারা যে গ্রামে গিয়ে থাকবেন, সেখানে তাদের খাবারের মেনু কি রকম হওয়া উচিত তা জানিয়ে দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তৃণমূল নেতাদের জন্য আয়োজিত আহার সামগ্রীতে কোনো এলাহি আয়োজন যেন না থাকে।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, মধ্যহ্নভোজ মানেই কোন এলাহি ভোজন নয়। ডাল, ভাত, তরকারি, খুব বেশি হলে একটু ডিমের ঝোল। গ্রামে প্রচুর কুচো মাছ পাওয়া যায়। কাজেই এগুলি দিয়েই খাওয়াদাওয়া করতে হবে। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, সেখানে সাধারণ মানুষের মতোই থাকবেন রাজ্যস্তরের এই ৩০০ দলনেতা।
অনেকের মতে, কোনো গ্রামে এক নেতা যাওয়া মানে সেখানে গ্রামের অন্যান্য নেতারা উপস্থিত থাকবে। ফলে সেখানে একটি বিরাট অনুষ্ঠানের আমেজ সৃষ্টি হতে পারে। কাজেই সেখানে খাবারের এলাহি আয়োজন থাকবে। তাই আয়োজন যাতে সাধারণভাবেই হয়, সেই বিষয়ে পরিষ্কার করে দিতে চেয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। অর্থাৎ বিরোধী দলনেতারা যাতে এইসব নিয়ে কোনো কুমন্তব্য না করতে পারে তারই বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)।