পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- সিপিআইএম দশক থেকে বঙ্গ রাজনীতিতে বরাবরই হিংসার উদাহরণ পাওয়া গিয়েছে। ২০২১ এর বিধানসভা ভোটে জেতার পর বাংলায় ফের পুনরাবৃত্তি হচ্ছে ইতিহাসের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে অশান্তির।
পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক হিংসার ব্যাপারে মুখ খুলেছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেছিলেন “নির্বাচনের পর থেকেই বাংলা জ্বলছে। দয়া করে এই হিংসা বন্ধ করুন, মানুষের জীবন রাজনীতির চেয়ে গুরুত্বপূর্ণ, দয়া করে তাদের পরিবার সম্পর্কে চিন্তা করুন এবং এই হিংসা বন্ধ করুন।”
মিঠুন চক্রবর্তীকে সোশ্যাল মিডিয়ায় জবাব দেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্র কুমার বোস। তিনি মিঠুন চক্রবর্তীকে লেখেন “আপনার প্রতিক্রিয়াটি প্রশংসনীয়। রাজ্য সরকারের প্রাথমিক দায়িত্ব হলো হিংসা বন্ধ করা। কিন্তু হিংসা উস্কে দেওয়ার জন্য উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে সমস্ত দলের নেতা-নেত্রীদের বিরত থাকতে হবে।”
Appreciate your response, it's the primary responsibility of the State Govt to stop the violence, but its also the responsibility of all leaders irrespective of party to refrain from making provocative speeches to incite violence!
— Chandra Kumar Bose (@Chandrakbose) May 4, 2021
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই দুটি টুইট। দুজনেই বক্তব্যকে স্বাগতম জানাচ্ছে সাধারণ মানুষ। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের। কিন্তু যে সমস্ত জন নেতারা প্রকাশ্যে সাধারণ মানুষের সামনে উস্কানিমূলক বক্তব্য দেন তাদেরকে এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকতে হবে বলে জানিয়েছেন চন্দ্র কুমার বোস।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সামনে শপথ নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেন। তিনি বলেছেন প্রথমত তিনি কোভিড এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং তারপর ভোট পরবর্তী হিংসা নিয়ে আলাদা ব্যবস্থা নেবেন। সবাইকে শান্তি বজায় রাখতে অনুরোধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির তরফ থেকে আমন্ত্রিত ছিলেন রাজ্য বিজেপির প্রেসিডেন্ট দিলীপ ঘোষ। কিন্তু তিনি জানিয়েছিলেন তার দলের কর্মীদের বিরুদ্ধে হিংসা মূলক আচরণ করায় তিনি সেই অনুষ্ঠানে যান নি।