পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্ব পূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে টিকাকরণকে। আগামী ১ লা মে থেকে ১৮ বছরের উপরের বয়সীদের টিকাকরণ শুরু হতে চলেছে। তার আগে যেটা করতে হবে সেটা হল রেজিসট্রেশন প্রক্রিয়া। এছাড়াও মানতে হবে আরও বেশ কিছু নিয়ম।
টিকাকরণের আগে যে সমস্ত নিয়ম গুলি মানতে হবে সেগুলি হল – টীকা করণের সময় সাথে টিকাকরণ অ্যাপয়েনটমেনট এর বিবরনে দেওয়া ফটো আইডি কার্ডটি নিয়ে যেতে হবে। যাদের কো-মরবিডিটি আছে তাদের সাথে করে মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়াও যদি অন্য কোনও তথ্য লাগে তবে কো-উইন হেল্প লাইন নম্বর অর্থাৎ ১০৭৫ এ কল করতে হবে।
এবারে আসা যাক নাম রেজিসট্রেশনে –
- প্রথমেই www.cowin.gov.in ওয়েবসাইট এ লগ ইন করতে হবে।
- সেখানে নিজের মোবাইল নম্বর দিতে হবে এবং তাতে আসবে একটা ওটিপি।
- সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে।
- এরপর একটি পেজ খুলবে।
- সেখানে নিজের ফটো আইডি প্রুফ, বয়স, নাম, লিঙ্গ এবং পরিচয় পত্র আপলোড করে রেজিস্টার বটনে ক্লিক করে রেজিসট্রেশান সম্পূর্ণ করলে সিস্টেমে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ তথ্য চলে আসবে।
- এরপর টীকা করণের সময় নির্ধারণের জন্য “schedule appointment”-এ ক্লিক করতে হবে এবং রাজ্য, জেলা, ব্লক এবং পিন কোড অনুসারে টিকাকরণ কেন্দ্র খুঁজে নিতে হবে।
- এবারে টীকার তারিখ নির্দিষ্ট হলে বুক বাটনে ক্লিক করতে হবে।
- রেজিসট্রেশন সম্পূর্ণ হলে তৎক্ষণাৎ সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে উক্ত ব্যক্তি।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যাতে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব দেশের বেশির ভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে ভ্যাকসিন ছাড়া এই ভাইরাসকে আটকানো অনেক বেশি কঠিন হতে পারে।