মমতা বন্দ্যোপাধ্যায়, Mamata Banerjee audio leak, শীতলকুচি
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ২০২১ এর বাংলার বিধানসভা ভোটের বিতর্ক জানি কিছুতেই থামছে চাইছে না। একের পর এক রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে, বিভিন্ন মোবাইল ফোনে রেকর্ডিং বারবার নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের মানুষের সামনে।

এর আগে নন্দীগ্রামে ভোটের আগে বিজেপি নেতা প্রলয় পাল কে ফোন করে বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। কিন্তু এবার রাজ্য বিজেপির তরফ থেকে আজ সন্ধ্যাবেলায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীতলকুচির তৃণমূল প্রার্থী এবং কোচবিহারে তৃণমূল জেলা প্রেসিডেন্ট পার্থ প্রতিম রায় এর মধ্যে একটি কথোপকথন সবার সামনে আনা হয়েছে।

বিজেপির তরফ থেকে বলা হয়েছে এই ঘটনা শীতলকুচিতে চারজন তৃণমূল কর্মীর সিআইএসএফ এর হাতে মৃত্যু হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায় কে ফোন করে অনেক কিছু নির্দেশ দিয়েছিলেন। এই অডিও ক্লিপে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওই চারজনের মৃতদেহ তাদের পরিবারের কাছে তুলে না দিয়ে রেখে দিতে বলেন রাজনৈতিক র‍্যালি করার জন্য।

ওই অডিও ক্লিপে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ প্রতিম রায় কে বলতে শোনা যাচ্ছে “পার্থ মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরের বিচার আমরা করব। সবকটাকে আমি অ্যারেস্ট করাবো। সবকটা সিআরপিএফকে অ্যারেস্ট করাবো। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেট বডি গুলো নিয়ে র‍্যলি হবে। পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না।”

এছাড়াও তাকে আরও বলতে শোনা যায় “তুমি FIR করো। নিজের ইচ্ছামত করবে না, উকিলের মতামত নিয়ে করতে হবে। আমি বলে দেবো। যাতে ওদের কমান্ড জোন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবাই ফাঁসে। এসপি কেউ ফাঁসাতে হবে আইসি কেউ ফাঁসাতে হবে। এখন মাথা ঠান্ডা করে ভোট করো, এজেন্টের স্ট্রেন্থ দাও।”

তৃণমূল নেত্রীর এই অডিও ক্লিপ সামনে আসার সঙ্গে সঙ্গেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে এই অডিও ক্লিপ সামনে আসার পর।