পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য সচিবকে তলব করল রাজ্যপাল। গতকাল রাজ্যপাল জগদীপ ধনখড় তার টুইটার একাউন্ট থেকে একটি ট্যুইট করে আজ অর্থাৎ সোমবার মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছেন। ভোট-পরবর্তী হিংসা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন তিনি।
এদিনের রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে টুইটারে লিখেছেন, “রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। নিরাপত্তা ব্যবস্থা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খারাপ সময়ের মধ্যে আমি সোমবার ৭ জুন মুখ্যসচিবকে ডেকেছি, আইন শৃঙ্খলার বিষয়ে কথা বলতে। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাই।”
Extremely alarming law & order scenario @MamataOfficial. Security environment is seriously compromised.
In such a grim situation called upon Chief Secretary to brief me on the law and order situation on Monday 7th June and indicate all steps taken to contain post poll violence. pic.twitter.com/REf0JDTpcQ
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 6, 2021
রাজ্যপালের এই প্রসঙ্গকে কেন্দ্র করেই সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যের ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে রাজ্যপাল বার বার রাজ্যের শাসক দলের উপর আঙুল তুলছেন। এছাড়াও রাজ্যপালের কথায় রাজ্যের বর্তমান পরিস্থিতি অতি ভয়াবহ। তবে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-এর নিশানায় রাজ্যপাল।
এদিন রাজ্যপালের ওই টুইটার জবাবে মহুয়া মৈত্র “কাকু” বলে সম্বোধন করেছেন রাজ্যপালকে। এছাড়াও তিনি লিখেছেন, “রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতির উন্নতি হবে! যদি আপনি আপনার অপমানিত সত্তা নিয়ে রাজ্য ছেড়ে দিল্লি চলে যান আর সেখানে গিয়ে অন্য কোন কাজ খুঁজে নিন।”
Uncleji only way WB’s “grim situation” will improve is if you move your sorry self back to Delhi & find another job.
Some suggestions:
1. Advisor to Ajay Bisht YogiCM on how best to Thok Do opposition
2. Advisor to Home Min on how best to hide during a pandemic https://t.co/oWLW0Ciupg— Mahua Moitra (@MahuaMoitra) June 6, 2021
শুধু এখানেই থেমে থাকেনি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যের রাজ্যপালকে পরামর্শ দিয়ে লিখেছেন, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর পরামর্শদাতা হিসেবে কাজ করতে পারেন জগদীপ ধনখড়।” এছাড়াও দ্বিতীয় পরামর্শ হিসেবে তিনি লিখেছেন, “কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি পরামর্শ দেবেন মহামারীর সময় কিভাবে লুকিয়ে পড়তে হয়।” এরপর মহুয়া মৈত্র আরেকটি টুইট করে জানান, “যখন আপনি যাবেন, রাজভবনের যে পরিবার তৈরি করে ফেলেছেন তাদের কেউ সঙ্গে করে নিয়ে যাবেন।” এরপর তিনি রাজভবনের একটি তালিকা প্রকাশ করেন।
And Uncleji- while you’re at it- take the extended family you’ve settled in at WB RajBhavan with you. pic.twitter.com/a8KpNjynx9
— Mahua Moitra (@MahuaMoitra) June 6, 2021