পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক: উপনির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠতেই উত্তপ্ত বাংলা। একের পর এক তোপ দেগে চলেছেন রাজ্যের বিরোধী দল নেতা ও কর্মী সমর্থকরা। তবে গতকাল গণেশ চতুর্দশীতে আফগানিস্তানে তালেবানদেরকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
গতকাল নন্দীগ্রামের বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালের বিদ্যাসাগর ময়দানে গণেশ পূজার উদ্বোধন গিয়েছিলেন। সেখান থেকেই রাজ্যের শাসক দলের নেতাদেরকে আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করে বসলেন শুভেন্দু অধিকারী।
আফগানিস্তানের তালিবানি প্রসঙ্গ তুলে তিনি এদিন বলেন, “আফগানিস্তান দখলের আশায়, মার্কিন সৈন্যদের চলে যাওয়ার অপেক্ষা করছিল তালিবানরা। তেমনই যারা ভারতের বুকে পাকিস্তানের পতাকা তুলতে চায়, দেশটাকে ধ্বংস করতে চায়, তারা মোদী জির সরে যাওয়ার অপেক্ষা করছে। আর তখনই দেশটা আর একটা তালিবানের হাতে চলে যাবে।”
এর পাশাপাশি তিনি আরও বলেন, “আগে চীনের একটা বড় অংশ ছিল অখণ্ড ভারতের মধ্যে। কিন্তু এখন দেখুন, দেশ ছোট হতে হতে কোথায় চলে গেছে। তবে মোদীজি ভারতকে ধরে রাখার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।” বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। সে কথা তিনি আবার সবাইকে মনে করিয়ে দিলেন এদিন।
পাশাপাশি তিনি রাজ্যের আইন শৃংখলার দিকে আঙ্গুল তুলে এদিন বলেন, “এখন আমি সনাতন ব্রাহ্মণ বাড়ির সন্তান নই, অবিভক্ত মেদিনীপুর জেলার ভূমিপুত্র নই, বর্তমানে আমার পরিচয় বিরোধী দলনেতা। তাই ছেলেদের দল আমাকে ডাকতে গেলে, তাঁদের সাহস লাগে। দ্য পিপল, বাই দা পিপল, অফ দ্য পিপলের বদলে এখানে চলে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি।”
গতকাল তিনি গণেশ পূজার উদ্বোধনী স্থান থেকে সনাতন হিন্দুধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের যুবদেরকে উদ্দেশ্য করে বার্তা দিয়ে তিনি বলেন, “পুজো পাঠ বেশি হলে, আমারা নাস্তিক থেকে আর বেশি করে সাত্ত্বিক হব, জয়যুদ্ধ শুরু করব।”