nadia. rape, kolkata high court, হাঁসখালি ধর্ষণ- খুনের কাণ্ডে জনস্বার্থ মামলা
হাঁসখালি ধর্ষণ- খুনের কাণ্ডে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা, গোপন জবানবন্দি পরিবারের

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রামপুরহাটের তৃণমূলের উপপ্রধান খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে লাগানো হয় আগুন। ইতিমধ্যেই রামপুরহাট এর অগ্নিকাণ্ড নিয়ে উত্তপ্ত বাংলা। এই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত।

রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। মামলাকারীর আইনজীবীদের আরজি, এই মামলায় হাইকোর্টের হস্তক্ষেপ ছাড়া সঠিক তথ্য সামনে উঠে আসবে না। এছাড়াও অপর একটি জনস্বার্থ মামলায় রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্ত অথবা এনআইএ তদন্ত চেয়ে আবেদন জানিয়েছেন এক আইনজীবী।

গতকাল ঘটে যাওয়া রামপুরহাটের ঘটনা আজ সকালে জানাজানি হওয়ার পর বিজেপি সমর্থিত আইনজীবীরা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই আবেদনে বলা হয়েছে, এই ঘটনা যেন কলকাতা স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে। এছাড়াও মামলাকারী আইনজীবীদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টকে জানানো হয়, বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল জানিয়েছে এই ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে।

তবে এই ঘটনাতে যদি আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ না নেয়, তাহলে সত্য সামনে উঠে আসবে না। এই মামলার শুনানি খুব শীঘ্রই জানানোর জন্য আবেদন জানানো হয়েছে। তবে প্রধান বিচারপতি প্রকাশ বাস্তব জানিয়েছেন এই মামলায় আদালত স্বতঃপ্রণোদিত করবে কিনা তার সমস্ত তথ্য খতিয়ে দেখার পর পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়াও আরও একটি জনস্বার্থ মামলা দায়েরকারি আইনজীবী এই ঘটনার রহস্য ভেদে হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন এবং প্রকৃত সত্য ঘটনা উদঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছেন।