পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে তৃতীয় বারের জন্য বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২ রা মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্ত্রী সভা গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। গত ৫ ই মে রাজ্যের বাকি মন্ত্রীরা একে একে শপথ নেন। তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান তিনি।
রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই নিজের রাজত্বকে গুছিয়ে নিতে বদ্ধ পরিকর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ধ সমাপ্ত এবং সমস্ত অসমাপ্ত কাজ শেষ করার লক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীদের দায়িত্ব দিয়ে দেন।
তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে নির্ভর যোগ্য ব্যক্তি অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবস্থান সংরক্ষণ এবং মেয়াদ বাড়াতে কেন্দ্রের কাছে আবেদন জানান তিনি।
মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাজের মেয়াদ বাড়ানোর জন্য নবান্নের তরফে কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে। যেহেতু রাজ্যের মুখ্য সচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায় প্রায় অনেকটা সময় রয়েছেন এবং অনেক দিন ধরেই রাজ্যের শীর্ষ স্তরে দায়িত্ব ভার সামলাচ্ছেন, সেহেতু তিনি কোনও কারণে বদলি হয়ে গেলে বা তাঁকে বদলি করে দেওয়া হলে অনেক সমস্যার সম্মুখীন হবে সরকার। রাজ্য সরকারের বিভিন্ন রকম সিদ্ধান্ত এবং সমন্বয়ের ক্ষেত্রে অনেকটা অসুবিধে হবে বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে জানা যায় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেন তখন তাঁর মুখ্য সচিব ছিল সমর ঘোষ। প্রয়োজনে যার কার্যকাল বৃদ্ধি করা হয়েছিল। বর্তমান মুখ্যসচিব এর কার্যকাল মে অবধি। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রীর সদ্য পদে আসিন হবার জন্য মুখ্য সচিবের এখনই বদল যে সমস্ত ক্ষেত্রে অসুবিধের সৃষ্টি করবে তা বলাই বাহুল্য।