মদন মিত্র, তৃণমূল, madan mitra, tmc, আলো মানে ফিলিপ, আর পাগলা মানে দিলীপ
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ হ্যাটট্রিক করে ফের বাংলার মনসদে বসল তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় ফিরে ফুল ফর্মে লাইভ ভিডিও মেতে উঠেছেন মদন মিত্র। তবে তিনি নির্বাচন চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তবে তার সেই ডায়লগ ‘মদন মিত্র লাইভে আছে’ এই কথাটির জন্যই তার অনুগামীরা সংখ্যা কম নয়।

তিনি অসুস্থ হয়ে পড়ায় দলীয় কর্মীরা ছাড়াও তার অনুগামীরা দ্রুত আরোগ্য কামনা করেছিলেন তার জন্য। ২’রা মে নির্বাচনের ফল প্রকাশ্যে আসার আগেই কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন মদন মিত্র। তবে নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর ফুল ফর্মে ফেসবুক ‘লাইভে’ মেতে উঠেছেন তৃণমূল নেতা মদন মিত্র ওরফে পলিটিক্স-এর প্লে বয়।

তবে এবার লাইভে এসে বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় কে এক হাতে নিলেন মদন মিত্র। দোল পূর্ণিমার দিন বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীদের সঙ্গে গঙ্গাবৃক্ষে একই নৌকায় দোল খেলায় মেতে উঠেছিলেন মদন মিত্র। সেই ছবি অনেকেই ভালো ভাবে মেনে নিতে পারেননি। বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায় এই ছবিকে ঘিরে বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী, পায়েলদেরকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। সম্প্রতি তিনি একটি টুইট করে বিজেপি তারকা প্রার্থীদেরকে “নটির নর্তকী” বলে কটাক্ষ করেন।

মদন মিত্র, তৃণমূল, madan mitra, tmc, tathagata roy, নটি নর্তকী
ছবিঃ সংগৃহীত

লাইভে এসে “নটির নর্তকী” প্রসঙ্গে মদন মিত্র বলেন, ‘তথাগত রায় যখনই টিভিতে যান, তখনই একটা মোটা বই টেনে বের করে দেখান। আরে ওই মোটা বইয়ের ভেতরে পর্নোগ্রাফি রয়েছে না আইনস্টাইন রয়েছে তা আমরা বুঝব কি করে? হতেই পারে ওসব বইয়ের মধ্যে পর্নোগ্রাফি রয়েছে। নাহলে ‘নটী-নতর্কি’ নিয়ে আপনার এত উৎসাহ কিসের? আপনি আমাকে বলতে পারতেন, নৌকোবিহারে আপনাকেও নিয়ে যেতাম।’


এরপর তিনি শান্ত সুরে তথাগত রায় এর উদ্দেশ্যে বলেন, “মনে করেন শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী, পার্নো আপনার ঘরের মেয়ে হতো আর আমি যদি তাদেরকে ‘নটি নর্তকী’ বলতাম তখন আপনি কি করতেন। এগুলো হয় বয়সের পর, এগুলো সন্ধ্যে বেলার দিকে একটু ভালো লাগে। তবে করুন না, তাতে কারো কোনো অসুবিধা নেই। কিন্তু পাবলিক প্লেসে কেন বলছেন।”

লকেট চ্যাটার্জি, বিজেপি, মদন মিত্র, তৃণমূল, madan mitra,
ছবিঃ সংগৃহীত

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তিনি লকেট কে ‘দুই নম্বর এবং সেকেন্ড হ্যান্ড’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “আমি শুনেছিলাম লকেট বলেছিল মদন মিত্র তিন নম্বর হবে। তবে আমি তাকে ‘নটি নর্তকী’ বলবো না। আমি বলব, লকেট আমি তিন নম্বর হয়নি। তুমি দুই নম্বর হয়ে গেছো।” দুই নম্বর প্রসঙ্গ টেনে তিনি আবার বলেন, “আমি তাকে সিরিয়ালে হিসেবে দুই নম্বর বলেছি। লকেট পুরনো হয়ে গিয়েছে তো তাই সে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে।”

এরপর তিনি ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে বলেন, ” আপনারা যদি পশ্চিমবঙ্গে আবার নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করেন বা ক্ষমতায় আসার চেষ্টা করেন, তাহলে বলব তথাগত রায় কে মুখপাত্র করুন। আমার প্রথম অনুরোধ বিজেপি পার্টির মুখপত্র হোক তথাগত রায়। তার কারণ বিজেপি পার্টি মানে হচ্ছে হাথ্রাস। বিজেপি পার্টি মানে হচ্ছে বাল্মিকী সম্প্রদায়ের মহিলা, অত্যাচারিতা, খুন, তার বাবা খুন।”

মদন মিত্র, তৃণমূল, দিলিপ ঘোষ, বিজেপি, আলো মানে ফিলিপ, আর পাগলা মানে দিলীপ
ছবিঃ সংগৃহীত

এরপর তিনি বিজেপিকে হুমকির সুরে বলেন, “আজকে যে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার সঙ্গে কয়েকশো ছেলে রয়েছে। মাত্র ২ মিনিট লাগবে বিজেপিকে উপড়ে দিতে। তলোয়ার ! তলোয়ার বাড়ির ঘরে সিন্দুকে ঢুকিয়ে দেবো। তলোয়ার দেখাতেন না দীলিপবাবু? বলতেন বুঝে নেবো বুঝে নেব, কোথায় গেল?” দীলিপবাবু কে কটাক্ষ করে বলেন, “আলো মানে ফিলিপ, আর পাগলা মানে দিলীপ।”