ration card addhar card link, রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক, রেশন কার্ড, আধার কার্ড
রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- এবার রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের খাদ্য দপ্তর। আপনার বাসস্থান রাজ্যের যেখানেই হোক না কেন আপনি সেই স্থান থেকেই আপনার অন্য ঠিকানার রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন।

কেন্দ্র সরকারের তরফ থেকে বাধ্যতামূলক করা হয়েছে রেশন কার্ড ও আধার কার্ড এর সংযুক্তিকরণ। সাধারণ মানুষ বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা যাতে দেশের যে কোনও প্রান্ত থেকেই রেশন তুলতে পারেন তার জন্যই কেন্দ্র সরকার এই পন্থা অবলম্বন করেছে। তবে এই সুবিধা উপভোগ করতে গেলে লিঙ্ক করাতে হবে রেশন কার্ড ও আধার কার্ড।

রাজ্য সরকারের তরফ থেকে জানা গিয়েছে যে রাজ্যে মোট রেশন গ্রাহক আছেন ১০ কোটি ৩২ লক্ষ। এদের মধ্যে এখনো পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন ৬ কোটি ৪৭ লক্ষ মানুষ। বাকি মানুষদের সুবিধার্থে রাজ্যের খাদ্য দপ্তর দিয়েছে নতুন নির্দেশিকা।

ration card addhar card link, রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক, রেশন কার্ড, আধার কার্ড
ছবি – সংগৃহীত

রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, “এই রাজ্য চালু হয়ে গিয়েছে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প। সুতরাং, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের দরুন দেশের যে কোন প্রান্তে রেশন তুলতে পারবেন যে রেশন কার্ড গ্রাহকরা। মাসে ৫০ শতাংশ করে দুবার রেশন তুলতে পারবেন তারা।” তবে এই পরিষেবা পাওয়ার জন্য জরুরী রেশন কার্ড আধার কার্ড সংযুক্তিকরণ।

উল্লেখ্য কেন্দ্র সরকারের এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের কারণে রেশনের দুর্নীতি সারা দেশজুড়ে অনেকটাই কমবে বলে আশা করছেন সাধারণ মানুষ। এই প্রকল্পের ফলে বিশেষ করে পরিযায়ী শ্রমিক ছাড়া যারা নিজের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় কর্মসংস্থানের জন্য গিয়ে থাকেন, তাদেরও এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে সুবিধা হবে রেশন সংগ্রহ করতে।