lionel messi, argentina, লিওনেল মেসি,
নতুন বছরে সতীর্থ ও সমর্থকদের জন্য আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ২০২২ সাল স্বপ্নের মত গিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন তিনি। আলবিসেলেস্তে দের ট্রফি জিতিয়েছেন ফুটবলের এই ক্ষুদে যাদুকর। বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে বার্তা লিখেছিলেন মেসি। নতুন বছরেও আবার বার্তা দিলেন এই আর্জেন্টাইন তারকা।

ইনস্টাগ্রামে লিখেছেন, “এমন একটা বছর শেষ হলো যা আমি জীবনে কোনদিন ভুলবো না। একটা স্বপ্ন যা এতদিন ভেবেছিলাম তা সবশেষে সত্যি হয়েছে। নিজের পরিবার বন্ধুদের ভালোবাসা এবং বারবার ব্যর্থ হওয়ার পরও সমর্থকদের সমর্থন না থাকলে আজ হয়তো এই জায়গায় আমি কোনদিন এসে পৌছাতাম না। যারা আমাকে অনুসরণ করে এবং সমর্থন করে, তাদের সঙ্গে একটা সুন্দর স্মৃতি রাখতে চাই। সকলের সাথে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমি খুব গর্বিত। এত উৎসাহ না পেলে কোনদিনই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না। প্যারিস, বার্সেলোনা এবং অন্যান্য অনেক শহর এবং দেশ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমি। সেটি আমি আমার মনের মধ্যে আজীবন রেখে দিতে চাই।”

 

View this post on Instagram

 

A post shared by Leo Messi (@leomessi)

শেষে মেসি আরো বলেন, “আশা করছি আগামী বছর টা আমাদের প্রত্যেকের খুব ভালো কাটবে ।সবার জন্য সুস্বাস্থ্য এবং শান্তি কামনা করি। সবাইকে অনেক ভালোবাসা।”

অন্যদিকে আগামীকাল পিএসজির শিবিরে যোগ দিতে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে নেইমার ও এমবাপ্পেদের সাথে পিএসজিকে ফরাসি লিগে চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফলাফল করার জন্য মাঠে নামতে নামবেন লিও।

কাতার বিশ্বকাপ জেতার পর অনেক ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন লিও মেসি এবার চাপমুক্ত হয়ে নিজের বাকি ফুটবল জীবনের ফুটবলটুকু খেলবেন। তাতে বিপক্ষের জন্য আরো বেশি দুঃসংবাদ বাড়বে বলেই মনে করছেন প্রাক্তন ফুটবলার ও বিশেষজ্ঞরা।