লিওনেল মেসি, বার্সেলোনা, Lionel Messi, Barcelona
ছবি - সংগৃহীত

বার্সেলোনা : লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন। কথায় আছে সব ভালো গল্পের একটা শেষ থাকে। তবে বার্সেলোনা ফ্যানরা হয়তো এই সুন্দর গল্পের শেষ কোনদিনই চাইতে পারে না। কারণ এই সুন্দর শেষে যে তাদের প্রাণের চেয়েও প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে বিদায় জানাতে হবে। কিন্তু এমনটাই যে হতে চলেছে।

হ্যাঁ, লিওনেল মেসি এর বার্সেলোনা ছাড়ার কথা সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে বার্সেলোনা ফুটবল ক্লাব এবং তা নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে ফুটবল বিশ্ব। ফুটবল ক্লাব বার্সেলোনা তরফ থেকে একটি প্রতিবেদন জারি করে জানিয়ে দেওয়া হয় যে আর বার্সেলোনায় থাকছেন না লিওনেল মেসি।

কোপা আমেরিকা জেতার পর তো সবকিছুই ঠিক ছিল। ঠিক ছিল লিওনেল মেসি ছুটি কাটিয়ে এসে বার্সেলোনায় পা রাখতেই নতুন চুক্তিপত্রে সই করবেন। ফুটবল ক্লাব বার্সেলোনায় এই বছর নতুন করে ভোট হয় হবার পর নতুন প্রেসিডেন্ট হয়েছেন জুয়ান লাপোর্তা। তার অন্যতম প্রিয় ফুটবলার লিওনেল মেসি। তবে হঠাৎ কেন লিওনেল মেসিকে ছাড়তে হচ্ছে বার্সেলোনা ক্লাব ?

লিওনেল মেসি, বার্সেলোনা, Lionel Messi, Barcelona
ছবি – সংগৃহীত

করোনা ভাইরাসের প্রভাবে বার্সেলোনা ক্লাবের আর্থিক পরিস্থিতি ভালো নয়। লা লিগা তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে প্লেয়ারদের বেতন নিয়ে। সেই কারণে মেসির বেতনের পরিমাণ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া সত্ত্বেও লা লিগার নিয়ম অনুযায়ী বার্সেলোনা নতুন চুক্তিপত্রে সই করতে পারবেন না লিওনেল মেসি। লিওনেল মেসিকে ক্লাবে ধরে রাখতে গেলে ছাড়তে হবে অনেক প্লেয়ার কে।

ফুটবল ক্লাব বার্সেলোনা তরফ থেকে প্রতিবেদনে জানানো হয়েছে যে লা লিগা নিয়মের কারণে বার্সেলোনাকে ছাড়তে হচ্ছে মেসিকে। তবে এত সহজে কি বার্সেলোনা তাদের সর্বকালের সেরা ফুটবলার কে ছেড়ে দেবে ? আসুন এই বিষয়ের অন্য একটি দিক পর্যালোচনা করা করে দেখা যাক –

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাথে লা লিগার সবথেকে বড় দুই ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এর অনেকদিন ধরেই মনোমালিন্য দেখা দিয়েছে। মতভেদ এতটাই বেড়ে গিয়েছে যে এই নিয়ে এমন কি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা লা লিগা থেকে বেরিয়ে ইউরোপিয়ান সুপার লিগ তৈরি করার চেষ্টা করেছিল গত সিজনে। তবে বাকি ক্লাব গুলি পিছিয়ে যাওয়ায় নতুন করে লীগ তৈরি করা সম্ভব হয়নি।

বার্সেলোনা সংবাদমাধ্যমের মতে লিওনেল মেসিকে ছাড়ার সিদ্ধান্তটা হয়তো লা লিগার বোর্ডকে ভয় দেখানোর জন্য ব্যবহার করতে পারে বার্সেলোনা ফুটবল ক্লাব। আর এর সম্ভাবনা যে প্রবল তার প্রমাণের জন্য জানিয়ে রাখি, গতকাল যখন মেসিকে নিয়ে প্রতিবেদন পেশ করে বার্সেলোনা ঠিক সেই সময় রিয়াল মাদ্রিদও লা লিগার নিয়মের বিরোধে একটি প্রেস রিলিজ জারি করে। দুই ক্লাবের একই সময় সামনে আসা কে অনেকেই অন্য চোখে দেখছেন।

স্পানিশ সংবাদমাধ্যম এর তরফ থেকে জানা যাচ্ছে যে লা লিগার প্রেসিডেন্টের উপর চাপ বাড়াতে বার্সেলোনা এমন ঘোষণা করেছে। সংবাদমাধ্যম স্পোর্ট এর মতে লিওনেল মেসির বাবা অর্থাৎ জর্জ মেসি যিনি কিনা লিওনেল মেসির এজেন্ট তিনি এখনও আশাবাদী যে লিও বার্সাতেই থাকবে।