পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা অতিমারির জেরে সারা দেশের অবস্থা কার্যত নাজেহাল। প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সাথে সাথে দেশ জুড়ে দেখা দিচ্ছে অক্সিজেনের ও ভ্যাক্সিনের অভাব। করোনা ভাইরাসের চেন ভাঙ্গার জন্য যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হল মানুষের মধ্যে দুরত্ব বাড়ানো। যার ফলে রাজ্য ফের সম্পূর্ণ লক ডাউনের পথে হাঁটতে চলেছে রাজ্য। তবে জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত কিছু। এমনকি বন্ধ থাকবে মদের দোকানও।
সামাজিক দুরুত্ব বাড়ানোর জন্য এবং করোনা ভাইরাসের চেন ভাঙ্গার জন্য এবারে সেই সোশ্যাল ডিসটেন্সকেই পথ হিসেবে বেছে নিল পশ্চিমবঙ্গ সরকার। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আটকানোর জন্য প্রথম থেকেই সরকার সমস্ত সাধারণ মানুষকে সচেতন হতে নির্দেশ দিয়েছিল।
করোনা সংক্রমণ ঠেকাতে এবং করোনা ভাইরাসের চেন ভাঙতে রাজ্য সরকার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন করতে চলেছে। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে আগামী ১৫ দিন হতে চলেছে সম্পূর্ণ লক ডাউন।
গত বছর লক ডাউনের প্রথম দিকে যদিও খোলা ছিল মদের দোকান। কিন্তু সেই সময় কিছু অসাধু ব্যবসায়ী মদের কালো বাজারি শুরু করে দেয়। সেই কারণে হঠাৎ করেই মদের দোকান খোলায় দেওয়া হয় ছাড়। যার ফলে মদের দোকানের ভিড় এবং লাইন সামলাতে নাজেহাল অবস্থা হয়ে যায় প্রশাসনের।
গত বছরের কথা মাথায় রেখেই এই বছর কোনও রকম ঝুঁকি নেয়নি সরকার। তবে ব্যবসায়ীদের এক অংশের প্রশ্ন যে, তবে মিষ্টির দোকান কেন খোলা থাকবে ? এর কারণ হিসেবে মুখ্য সচিব জানান যে মিষ্টি শিল্পে দুধ এবং অন্যান্য ব্যাবসা জড়িয়ে রয়েছে তাই মিষ্টির দোকান নির্দিষ্ট সময় অবধি খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।