পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ একসময় ‘মা’ সিরিয়ালটি বাংলার মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। তাই তো এই সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিককে আজও সকলে মনে রেখেছে। তবে সে এখন আর ছোট্টটি নেই, বাইশ বছরের যুবতী। এই ডিসেম্বর মাসেই ধুমধাম করে নিজের জন্মদিনে পালন করার পর হঠাৎই নিজের সম্পর্ক ভাঙার আভাস দিলেন সোশ্যাল মিডিয়ায়।
তার আসল নাম তিথি বসু। কিন্তু আজও তাকে ‘মা’ ধারাবাহিকের ‘ঝিলিক’ হিসেবেই মনে রেখেছে সবাই। তিথির ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ারের সংখ্যাও অনেক। সোশ্যাল মিডিয়া সুত্রেই জানা যায়, তার প্রেমের সম্পর্কের কথা। প্রেমিকের নাম দেবায়ুধ। মাঝেমধ্যেই তারা একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়।
তাদের দুজনের জুটিকে জনগণ পছন্দও করে ভীষণ। মাঝেমধ্যেই তারা বেড়াতেও যায় একে অপরের সঙ্গে। সেসব ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। গত ২৪শে ডিসেম্বর ছিল তিথির জন্মদিন। আর তার পরদিনই সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক ভেঙে দেবার কথা ঘোষণা করেন তিথি।
তিথি জানান, তিনি এবং দেবায়ুধ আর সম্পর্কে নেই। তিনি লেখেন, তিনি আর দেবাযুধ মিলে এই সম্পর্কটার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, পরিবারের হস্তক্ষেপের কারণেই ভেঙে গিয়েছে তাদের সম্পর্ক। কিন্তু আসল ঘটনাটি কি সেবিষয়ে কিছুই পরিষ্কার নয় এখনও। তিথি ও দেবায়ুধ তাদের সম্পর্কের কথা কোনওদিনই লুকিয়ে রাখেননি। কলেজ থেকে প্রায় সাড়ে চার বছর তারা এই সম্পর্কে আছেন।
দেবায়ুধ একজন ক্রিকেটার। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়ে ক্রিকেট খেলেন তিনি। ক্রিকেট খেলার জন্যই চাকরিও পেয়ে গিয়েছেন খুব তাড়াতাড়ি। প্রথমদিন থেকেই তিথি আর তার সম্পর্ক নিয়ে কোন লুকোচুরি রাখেননি তিনি। এমনকি তার জন্মদিনে একটি আবেগঘন পোস্টও করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়।
তিথি লিখেছিলেন, শুভ জন্মদিন ভালবাসা। তোমাকেই চেয়েছিলাম এবং বদল চাইনা। আমার কাছে দ্বিতীয় চাওয়া হল তোমাকে বিয়ে করা। কারণ, দেশের জন্য তুমি যখন খেলবে তখন গ্যালারিতে বসে তোমাকে উৎসাহ দেওয়াই হবে আমার প্রথম চাওয়া। তোমায় ওই নীল জার্সিতে দেখার অপেক্ষায় রয়েছি।
একটি খ্যাতনামা সংবাদমাধ্যমের কাছে তিথি জানান, তাঁর কেরিয়ারের প্রতিটা ক্ষেত্রে সব সময় দেবায়ুধ পাশে ছিলেন। আগামী দিনেও পাশে থাকতে চান তাঁরা। এই বিষয়ে দেবায়ুধের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দেখা যায়। যাতে তিনি লিখেছেন, তিনি খুব কাছ থেকে তিথির পরিশ্রম দেখছেন আর তিনি চান তিথি আরো এগিয়ে যাক।
কিন্তু হঠাৎ কী হল তা বুঝতে পারছে না তিথির ভক্তরা। এরপর আর এই বিষয়ে কিছু জানাননি তিথি। সে তার বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী বড় অভিনেত্রী হতে চান এবং এখন তার সম্পূর্ণ মনোযোগ সেই দিকে আছে বলে জানা যাচ্ছে।