Priyanka Chopra, nick jonas, hollywood, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, হলিউড
মায়ের কোলে ছোট্ট মালতি! প্রকাশ্যে এলো নিক এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের কন্যা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া মা হয়েছেন। মেয়ে মালতির মুখ এতদিন অবধি মিডিয়ার সামনে আসতে দেননি অভিনেত্রী। বাবা নিক জোনাসের পুরস্কার গ্রহনের অনুষ্ঠানে প্রথমবারের জন্য প্রকাশ্যে এলো ছোট্ট মালতি।

তবে প্রথমবারের মতো মিডিয়ার সামনে মেয়েকে প্রকাশ্যে আনতেই উঠে এলো এক অবধারিত প্রশ্ন। কার মতো দেখতে হয়েছে মেয়েকে? নিক নাকি প্রিয়াঙ্কা? এখনো অবশ্য ততটা পরিষ্কার হয়ে ওঠার মত বয়স হয়নি মালতির। সে মায়ের কোলে বসে মঞ্চের উপর বাবাকে দেখতে পেয়েই বেজায় খুশি।

সোমবার লস এঞ্জেলসে বসেছিল জোনাস ব্রাদার্সদের ‘ওয়াক অফ ফেম’ অনুষ্ঠান। মঞ্চ থেকে বাবা নিক পুরস্কার নেওয়ার সময়, তাকে দেখাতে মেয়েকে কোলের উপর দাঁড় করিয়ে দেন প্রিয়াঙ্কা। মঞ্চ থেকেই নিক হাত নাড়েন মেয়ের দিকে। নিক জোনাস তার মেয়ে মালতিকেও তার পোশাকের রঙে রঙ মিলিয়েই পোশাক পরিয়ে এনেছিলেন।

এদিন নিক পরেছিলেন ঘিয়ে রঙের সাধারণের ক্যাজুয়াল পোশাক। সেই সাথে মেয়েকেও পরিয়েছিলেন একই রঙের ছোট্ট ফ্রক। সাথে রঙ মিলিয়ে মানানসই একটি হেয়ার ব্যান্ড। তবে প্রিয়াঙ্কা নিজে এসেছিলেন কফি রঙের একটি পোশাক পরে। এদিন মঞ্চে সম্মানিত হওয়ার পর নিক অকপট স্বীকারোক্তিতে সমস্ত শ্রেয় নিজের স্ত্রীকে জানান। নিক বলেন তার সমস্ত সাফল্যের পিছনেই রয়েছেন প্রিয়াঙ্কা। যে কোনো ঝড়ঝাপটা একা হাতে সামলেছে প্রিয়াঙ্কা। স্ত্রীই তার জীবনের সবথেকে বড় উপহার।

এদিনের অনুষ্ঠানে নিক, প্রিয়াংকা ও তাদের মেয়ে ছাড়াও জোনাস ব্রাদার্সদের জোয়ের স্ত্রী সোফি টার্নার, কেভিনের স্ত্রী ড্যানিয়েল এবং তাদের মেয়ে অ্যালেনা ও ভ্যালেন্টিনা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জোনাস ব্রাদার্সের বাবা এবং মা সিনিয়র কেভিন এবং ডেনিস জোনাস। আর ছিলেন তাদের কাকা ফ্রাঙ্কলিন্স জোনাস। প্রিয়াঙ্কা তাদের ব্যান্ডকে অভিনন্দন জানিয়ে একটি টুইটও করেন। যেখানে জোনাস ব্রাদার্সদের জন্য তিনি গর্বিত এবং তাদের ভালোবাসেন বলে উল্লেখ করেন।