west bengal, train cancel, local train cancel, local train, train cancelled in west bengal, পশ্চিমবঙ্গ, ট্রেন বাতিল, লোকাল ট্রেন বাতিল, লোকাল ট্রেন, পশ্চিমবঙ্গে বাতিল ট্রেন
Local Train Cancelled: বাতিল হতে চলেছে একাধিক লোকাল ট্রেন! দেখুন বন্ধ ট্রেনের তালিকা | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বাতিল হতে চলেছে একটানা ১৩ দিন একগুচ্ছ লোকাল ট্রেন। এতদিন লোকাল ট্রেন বাতিল থাকার কারণে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। সূত্রের খবর, আজ বৃহস্পতিবার অর্থাৎ ১৫ই ডিসেম্বর থেকে বাতিল রয়েছে একাধিক লোকাল ট্রেন। কিছুদিন আগেও হাওড়া-বর্ধমান কর্ড সেকশনে রেলের চতুর্থ লাইন বসানোর কাজের জন্য একটানা ১২ দিন বাতিল করা হয়েছিল একাধিক লাইনের লোকাল ট্রেন। তারপরই আবারও একটানা ১৩ দিন বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন।

জানা গিয়েছে, আজ থেকেই বারুইপাড়া, কামারকুন্ডু এবং চন্দনপুর শাখার মধ্যে চতুর্থ লাইন বসানো সংক্রান্ত কাজ শুরু হবে। এই কাজের জেরেই আগামী কয়েক দিন বন্ধ থাকবে একাধিক ট্রেন। রেল-কর্তৃপক্ষের মতে, নিত্য যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই হাওড়া-বর্ধমান কর্ড সেকশনের কামারকুন্ডু, চন্দনপুর এবং বারুইপুর লাইনের ইন্টারলকিং এর কাজ চলার কারণে ইএমইউ ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের অন্যতম ব্যস্ত স্টেশন গুলির মধ্যে অন্যতম কামারকুন্ডু, বারুইপাড়া এবং চন্দনপুর। নিত্যদিন অসংখ্য যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, স্কুল-কলেজের পড়ুয়ারা এবং নানা ধরনের ব্যবসায়ীরা যাতায়াত করে থাকে এই স্টেশনগুলিতে। কিন্তু হঠাৎ রেল লাইনের কাজের জন্য টানা ১৩ দিন ট্রেন বাতিল থাকার কারণে দূর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ এমনটাই মনে করা হচ্ছে।

রেল সূত্রের খবর, ১৫ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে আগামী ২৮শে ডিসেম্বর পর্যন্ত ট্রেন বাতিল থাকবে। হাওড়া থেকে বাতিল থাকবে ৩৬৮২৭, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০১১, ৩৬০৭১ লোকাল ট্রেনগুলি। এছাড়াও বাতিল থাকতে চলেছে বর্ধমান থেকে ৩৬৮৪০ লোকাল ট্রেনটি, গুড়াপ থেকে ৩৬০৭২ লোকাল ট্রেনটি, মশাগ্রাম থেকে ৩৬০৮৪ এবং ৩৬০৮৬ লোকাল ট্রেনগুলি এবং বারুইপাড়া থেকে ৩৬০১২ এই লোকাল ট্রেনটি।