লোকাল ট্রেন, Local Train
ছবি - লোকাল ট্রেন | সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আগামী ১৫ ই আগস্ট থেকে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে চালু হচ্ছে লোকাল ট্রেন। তবে ট্রেনে যারা উঠবেন তাদের জন্য রয়েছে একটি শর্ত। ট্রেনে ওঠার জন্য যাত্রীদের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকতে হবে। এমনটাই গতকাল জানানো হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে।

দেশের বাণিজ্যিক নগরী মুম্বাইতে করোনাভাইরাস এর দাপট দেখা গিয়েছে সবথেকে বেশি। সেই কারণে অনেক আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। তবে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া দ্রুত গতিতে হওয়ায় সাধারণ মানুষের কথা মাথায় রেখে আগামী ১৫ ই আগস্ট থেকে মুম্বাইয়ের লাইফ লাইন অর্থাৎ ‘লোকাল ট্রেন’ চালু করার ঘোষণা করলো উদ্ভব সরকার।

লোকাল ট্রেনে উঠতে গেলে মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা পাস ডাউনলোড করতে পারবেন। এছাড়া অফলাইনে যারা পাস সংগ্রহ করতে চান, তারা পুরসভার অফিস এবং রেল স্টেশনে গিয়ে পাস সংগ্রহ করতে পারবেন।

অন্যদিকে বাংলায় লোকাল ট্রেন চালানো নিয়ে রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যখনই রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সংকেত মিলবে তখনই তারা লোকাল ট্রেন পরিষেবা চালু করে দেবে।

কয়েকদিন আগেই হুগলীর পান্ডুয়াতে লোকাল ট্রেনের দাবিতে রেল অবরোধ করেছিল পড়ুয়ারা। শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনেও বারবার অবরোধ হয়েছে লোকাল ট্রেন চালুর দাবিতে। তবে রাজ্যের করোনা পরিস্থিতির কথা বিচার করে আগামী ১৫ ই আগস্ট এর পর সিদ্ধান্ত নেবে নবান্ন। তার উপরে নির্ভর করছে এ বাংলায় লোকাল ট্রেন চালুর তারিখ দিনক্ষণ।