পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ফের বাড়ল রাজ্যে লোকাল ট্রেন নিয়ে বিধি-নিষেধ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে রাজ্য সরকার। বছরের এই সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের বাণিজ্যিক মাহলে। উৎসবের আগে এই সিদ্ধান্ত কিছুটা হলেও নিরাশার কারণ বহু সংখ্যক মানুষের জন্য।
উল্লেখ্য গত ১৬ ই মে থেকে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। যার কারণে ক্ষুব্দ দৈনন্দিন যাত্রী থেকে ব্যবসায়ীরা। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন স্টেশনে মানুষকে প্রতিবাদ বিক্ষোভ করতে গিয়ে দেখা গিয়েছে লোকাল ট্রেন চালানোর আবেদন নিয়ে।
নির্বাচন কমিশনের রাজ্যে উপনির্বাচন করার সিদ্ধান্তের পর লোকাল ট্রেন চলার আশা জেগেছিল সাধারণ মানুষের মনে। কিন্তু করোনা সংক্রমনের কথা মাথায় রেখে আবার লোকাল ট্রেন নিয়ে নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।
আজ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে জারি থাকবে করোনার বিধিনিষেধ এবং এর সাথে সাথে লোকাল ট্রেন নিয়েও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনরকম নতুন সিদ্ধান্ত নেওয়া হবে না।
ইতিমধ্যেই কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় করোনা সংক্রমনের হারে বৃদ্ধি দেখা দিয়েছে। যা নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্য প্রশাসন। এমত অবস্থায় কবে নতুন করে লোকাল ট্রেন চালু করা হবে তা নিয়ে এখনই বলা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।