lockdown, west bengal, লকডাউন, বিধিনিষেধ
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনার তৃতীয় ঢেউকে রুখতে পশ্চিমবঙ্গে ফের বাড়ানো হলো বিধি নিষেধ। আজ সকালে রাজ্যের মুখ্যসচিব এর তরফ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে যে আগামী ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত বাড়ানো হলো বিধি নিষেধ এর সময়সীমা।

এই বিধি নিষেধে রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ। অনেকেই আশা করেছিলেন যে লোকাল ট্রেনে হয়তো এবার কিছুটা ছাড় দেয়া হতে পারে। তবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত আপাতত বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবাও।

এছাড়াও আজ জারি হওয়া নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠান ৫০% দর্শকের উপস্থিতিতে আয়োজন করা যেতে পারে। এর সাথে সাথে ‘work-from-home’ এর উপরে জোর দিতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার পুলিশ সুপার এবং জেলাশাসক দের নাইট কারফিউ এর উপরে নজর দিতে বলেছেন। যাতে সমস্ত নিয়ম কড়াকড়ি ভাবে পালন করা হয় তার ওপরে যেন লক্ষ্য রাখা হয়, বলে জানিয়েছেন তিনি।