Locket Chatterjee, firhad hakim, ফিরহাদ হাকিম, লকেট চট্টোপাধ্যায়, বিধানসভা ভোট ২০২১, election 2021
image source: instagram

পশ্চিমবঙ্গ ডেস্কঃ  দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই পাঁচটি জেলায় ৪৪ টি আসনে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে গতকাল।

চতুর্থ দফার বিধানসভা নির্বাচনী ভোটগ্রহণের দিন বিভিন্ন জায়গায় হয়েছে অশান্তি।  একটার পর একটা ঘটনা সংবাদের শিরোনাম হয়ে উঠে এসেছে।

বিজেপি প্রার্থীর গাড়ি হামলার ঘটনায় উত্তপ্ত হয়েছিল চুঁচুড়া। চুঁচুড়ার বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডারা বিজেপি তারকা প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে।

সাংবাদিককে তিনি জানান, তৃণমূলের দুষ্কৃতীরা চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সেই খবর পেয়ে তিনি ৬৬ নম্বর বুথে গিয়ে পৌঁছান। ৬৬ নম্বর বুথে তৃণমূলের গুন্ডাদের কে ছাপ্পা ভোট-এ বাধা দেওয়ায় তার উপর হামলা করেন বলে তিনি অভিযোগ জানিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, একজন মহিলা ভোটার ইভিএম মেশিন এর সামনে দাঁড়িয়ে ছিলেন। তিনি সবাইকে বলছিলেন তৃণমূল কংগ্রেস কে ভোট দাও। তাকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসা করা হয়, তিনি এখানকার ভোটার কিনা ? তিনি জানান তিনি কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য। তারপর তাকে বাইরে এনে ক্যামেরার সামনে আনার চেষ্টা করি। তারপরে তৃণমূল সদস্যরা আমার উপর হামলা চালায় এবং আমার গাড়িও ভাঙচুর করে বলে তিনি অভিযোগ জানান।

গাড়ি ভাঙচুরের ঘটনাতে লকেট চট্টোপাধ্যায় পুরোটাই নাটক করছেন বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। এই ঘটনাকে কেন্দ্র করে ফিরহাদ হাকিম তার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও টুইট করেন। তিনি জানিয়েছেন,”লকেট চ্যাটার্জির গাড়ি গার্ড করে ফোর্স দাঁড়িয়ে আছে। হঠাৎ গাড়ির ভেতর থেকে বসা মানুষটি কাঁচ ভাঙলেন। লকেট চ্যাটার্জির গাড়ির ভিডিও টা ভালো করে দেখুন।”

এর পরেও তিনি জানিয়েছেন, “বিজেপি প্রার্থীরা/নেতারা ঘুরে ঘুরে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের বুথ গুলিতে উত্তেজনা সৃষ্টি করাচ্ছে। সেন্ট্রাল ফোর্স বিজেপি র প্ররোচনায় পা দিয়ে সাধারন গরিব মানুষদের ওপর গুলি চালাচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির কথামতো অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে।”