পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের রাশ টানতে মরিয়া দেশ। তার মধ্য দিয়েই আবার দেশের বিভিন্ন রাজ্যে তান্ডব চালাচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এর মধ্য দিয়ে আবার আতঙ্ক বাড়িয়ে ধেয়ে আসছে পঙ্গপাল। গতবছর ঠিক এমন সময় দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে বিশাল ক্ষয়ক্ষতি করেছিল এই পঙ্গপালের দল।
সেই স্মৃতি ফিরিয়ে আনতে চলতি মাসের শেষ সপ্তাহে দেশের একাধিক রাজ্যে হানা দেবে পঙ্গপাল। ফসল ভক্ষক এই রাক্ষুসে পতঙ্গের জেরে মাঠকে-মাঠ ফসল বরবাদ হতে চলেছে। গতবছর পঙ্গপালের আক্রমণে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল কৃষকদের। শত শত জমির ফসল খেয়ে শেষ করে দিয়েছিল এই পঙ্গপালের দল।

ইতিমধ্যেই এই পঙ্গপালের দল রাজস্থানের জয়সলমীরে উৎপাত শুরু করে দিয়েছে। কার্যত এই পঙ্গপালের হদিশ পাওয়া যায় পূর্ব আফ্রিকা এবং সুদানে। খাবারের সন্ধানে তারা সেখান থেকে সৌদি আরব ও ইরান এবং পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করে। ইতিমধ্যেই তার হদিস মিলেছে রাজস্থানের জয়সলমীরে।
উত্তর প্রদেশ কৃষি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, “রাজস্থানের জয়সলমীর-এর কাছাকাছি পঙ্গপালের হদিস পাওয়া গিয়েছে। তাই ফের আর একবার মে মাসের শেষের দিকে ফসলের ক্ষেত গুলিতে হামলা চালাতে পারে পঙ্গপাল।”
এছাড়াও আগ্রার কৃষি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, “খাবারের খোঁজে চলতি মাসের শুরুতে পাকিস্তান থেকে কয়েক লক্ষ পঙ্গপাল ভারতে ঢুকে পড়েছে। বর্তমানে তারা রাজস্থানের জয়সলমীর-এ ঘাটি বেধেছে। খুব শীঘ্রই তারা আগ্রায় প্রবেশ করবে। সেখান থেকে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে” বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে পঙ্গপালের হানা নিয়ে চাষীদেরকে সর্তকতা জারি করা হয়েছে।

গত বছরেই পঙ্গপালের দল কয়েক হাজার কোটি টাকার ফসল নষ্ট করেছিল। এই পঙ্গপাল মোকাবিলায় গতবছর থালা-বাসন বাজিয়েছেন কৃষকরা। আবার কখনো টায়ার পুড়িয়েও মোকাবিলা করেছেন। কোথাও আবার হেলিকপ্টার এর মাধ্যমেও রাসায়নিক ছড়ানো হয়েছে পঙ্গপাল তাড়ানোর উদ্দেশ্যে।
এই মরু পঙ্গপালদের শস্য নষ্ট করার প্রবণতা অনেক বেশি। এরা নিজেদের দেহের ওজনের থেকে দ্বিগুণ শস্য খেতে পারে। একসঙ্গে প্রায় কয়েক কোটি পঙ্গপাল একসঙ্গে হানা দিলে প্রায় কয়েক বিঘা ফসল মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারে। মরুর পঙ্গপাল বিশ্বের সবচেয়ে ভয়ংকর পতঙ্গদের মধ্যে একটি পতঙ্গ বলে মনে করা হয়। গতবছর পাকিস্তান হয়ে ভারতের পাঁচ রাজ্যের হানা দিয়েছিল এই রাক্ষুসে পতঙ্গ। তবে ফের পাকিস্তান হয়ে ভারতে হানা দিয়েছে পঙ্গপাল। ইতিমধ্যেই তার হদিস মিলেছে রাজস্থানে। আবারো আশঙ্কায় ধুঁকছে দেশের কৃষকরা।