ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC , চাকরী, NTPC

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ চাকরী প্রার্থীদের জন্য বড় খবর। এবারে NTPC তে ভালো মাইনেতে নিযুক্ত হতে চলেছে প্রচুর মহিলা কর্মী। এই ক্ষেত্রে যে সব শূন্য পদ রয়েছে, সেগুলি কেবলমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC তে নিয়োগের কিছু নিয়ম আছে। সেগুলি হল-

নিয়োগ পদ্ধতি – গেট ২০২১ স্কোরের মাধ্যমে এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে।

প্রার্থী – শুধুমাত্র মহিলারা।

শুন্যপদ – ৫০ টি ।

নিয়োগের ক্ষেত্র – ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইন্সট্রুমেশন ডিসিপ্লিনে নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ট্রেনি।

পদ ভিত্তিক শুন্যপদের সংখ্যা – ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে মোট শূন্য পদের সংখ্যা ২২ টি। মেকানিক্যাল ডিসিপ্লিনে মোট শূন্য পদের সংখ্যা ১৪ টি, ইলেক্ট্রনিক্স বা ইন্সট্রুমেনটেশন ডিসিপ্লিনে এক্সিকিউটিভ ট্রেনি পদে মোট শূন্য পদ ১৪ টি।

NTPC তে প্রার্থী নিয়োগের বয়স – ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC তে নিয়োগের নির্দিষ্ট বসয় হল ২৭ বছরের মধ্যে। এছাড়া উপজাতি, তফশিলী এবং শারীরিক অক্ষম এবং প্রতিবন্ধীদের জন্য পাওয়া যাবে বয়সের ছাড়। যা সরকারের তরফে জানানো হবে।

ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC তে নিয়োগের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা – ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC তে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে কেএম বা প্রযুক্তি বা এএমআইই তে স্নাতক হতে হবে। এছাড়াও ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC তে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে সরকারি স্বীকৃতি প্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে নুন্যতম ৬৫ শতাংশ বা সমতুল্য নম্বর পেতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট শাখায় ফাইনাল ইয়ার অথবা সেমিস্টারে এসজি ডিগ্রীতে নুন্যতম ৬৫ শতাংশ নম্বর থাকলে তবেই যেসব প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক, তারা আবেদন করতে পারবে।

বেতন – ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC তে নিয়োগে বেতনের ক্ষেত্রে এক্সিকিউটিভ ট্রেনিপদে মাসিক বেতন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা এছাড়াও মূল মাসিক বেতন হল ৪০,০০০ টাকা, সাথে থাকবে সরকারি ভাতা।

ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC তে নিয়োগের শর্ত – এক্ষেত্রে ২০২১ সালে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর হল আবেদনকেরির নির্বাচনের মূল শর্ত। এর সাথে যাচাই করা হবে আবেদনকারীর সমস্ত নথিপত্র। এরসাথে নির্বাচিত প্রার্থীদের ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC র বিভিন্ন প্ল্যান্টে নিতে হবে ১ বছরের ট্রেনিং।

ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC তে নিয়োগের সাইট এবং সময় – ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC তে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীরা অফিসিয়াল সাইট অর্থাৎ ntpccareers.net এ গিয়ে ৬ ই মে এর মধ্যে ফর্ম ফিলআপ করতে হবে।