corona, corona virus, covid 19, india
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ফের নিম্নগামী যাত্রা শুরু করেছে করোনা ভাইরাসের গ্রাফ। গত তিনদিন ধরে এক লক্ষের নিচে রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল করোনার প্রকোপ-এ প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩০৪ জন । তবে গত বুধবার হঠাৎ করোনার প্রকোপে মৃত্যুর সংখ্যা ৬ হাজার-এর গণ্ডি পার করে গিয়েছিল।

যার ফলে ফের উদ্বেগ বেড়েছিল গোটা দেশজুড়ে। গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে মারা গিয়েছেন ৩ হাজার ৩০৪ জন। দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা বেশ কিছুটা কমলেও, মৃত্যুর হার প্রায় একই স্থানে আটকে পড়ে আছে। গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে করোনা সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৭০২ জন।

corona, corona virus, covid 19, indiaছবিঃ সংগৃহীত

বেশ কয়েকদিন ধরেই গোটা দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী যাত্রা শুরু করেছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পেয়েছে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে আচমকা মৃত্যুর সংখ্যা ঝড়ের গতিতে বেড়ে যাওয়ায় ফের আশঙ্কায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে কি কারণে মৃত্যুর হার বেড়ে চলেছে সেটা এখনো জানা যায়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যত দ্রুত টিকা করন করা সম্ভব হবে ততো দ্রুত করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হবে গোটা দেশ।

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত বুধবার করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ১৪৮ জন। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের পরিসংখান অনুযায়ী গত ২৪ ঘন্টায় মারণরোগ করোনা ভাইরাস এর জেরে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪০৩ জন। গত বুধবারের তুলনায় গতকালের মৃত্যুর হার অনেকটাই কমেছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে প্রাণ হারিয়েছেন ৭৮ জন।

corona, corona virus, covid 19, india
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী এখনো পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ৮২৩ জন । এছাড়াও সুস্থ হয়ে ফিরেছেন ২ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ০৭৩ জন । দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ০৭৯ জন। দেশে বর্তমানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ লক্ষ ২১ হাজার ৬৭১ জন। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী দেশে এখনো পর্যন্ত ভ্যাক্সিনেশন করা সম্ভব হয়েছে ২৪ কোটি ৬০ লক্ষ ৮৫ হাজার ৬৪৯ জন মানুষকে।