পশ্চিমবঙ্গ ডেস্কঃ কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মদন মিত্র অবশেষে আজ তিনি এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পেলেন। বেশ কিছুদিন আগে তিনি সিবিআই-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন নারদা কান্ডের জেরে।
গ্রেফতার করার পর তৃণমূল নেতা মদন মিত্রকে প্রেসিডেন্সি জেলে আটক করা হয়। জেলে বন্দী করার পর অসুস্থতা বোধ করায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৭ ই মে রাত থেকে আজ পর্যন্ত তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শেষমেষ তিনি আজ হাসপাতাল থেকে মুক্তি পেলেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ফের অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্র।
ফের শ্বাসকষ্ট বেড়েছে তার। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। শ্বাসকষ্ট কমানোর জন্য ব্যবহার করছেন ইনহেলার। আজ তিনি হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার এতটাই অবনতি ঘটে যে তিনি শেষ পর্যন্ত নিজের ঘর পর্যন্ত না পৌছাতে পেরে বারান্দাতেই বসে পড়েন। বর্তমানে তিনি নিজের ভবানীপুরের বাড়িতেই আছেন।
আরও পড়ুনঃ “মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সংবিধান, মান-সম্মান এসব কথা মানায় না”- দিলীপ ঘোষ
এদিন তৃণমূলের বিধায়ক হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর বেশ গানের মধ্যে ডুবেছিলেন। তিনি হাসপাতাল থেকে বেরোনোর সময় লাল ধুতি এবং পাঞ্জাবি পরে গান গাইতে গাইতে হাসপাতাল থেকে বের হচ্ছিলেন। যেহেতু তিনি সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকেন এবং তার অনুগামীরা তার লাইভ ভিডিও দেখার জন্য উন্মাদ হয়ে থাকে। তাই তিনি ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গে, ফেসবুক লাইভ করেন অনুগামীদের উদ্দেশ্যে।
এরপর তিনি মাজারে জান, সেখানে প্রার্থনা করেন। তারপর তিনি অনুগামীদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি অসুস্থ হয়ে পড়ায় সাথে সাথে তার চোখে-মুখে জল দেওয়া হয়। বেড়ে যায় তার শ্বাসকষ্ট। এরপর তৃণমূল বিধায়ক মদন মিত্রকে নিয়ে সেখান থেকে গাড়িতে করে ভবানীপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তার সহকর্মীরা। তিনি শারীরিক দুর্বলতার কারণে এতটাই ভেঙে পড়েন যে গাড়ি থেকে নেমে ঘর পর্যন্ত আর যেতে পারলেন না। কোনমতে বারান্দা পর্যন্ত পৌঁছে বসে পড়লেন তিনি।
আরও পড়ুনঃ ভাইরাল ভিডিওঃ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে প্রানে বেঁচে ফিরলেন মহিলা
তৃণমূল বিধায়ক মদন মিত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে তাকে বাড়িতেই চিকিৎসা করা হচ্ছে। ইতিমধ্যেই তার অক্সিমিটার দিয়ে অক্সিজেনের সেঞ্চুরিশন মাপা হয়েছে। এমনকি পরীক্ষা করা হয়েছে সুগার। পরিজনেরা জানিয়েছেন, শারীরিক অবস্থার বেশি অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হবে তাকে। তবে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করানোর জন্য কোনরকম পদক্ষেপ নিচ্ছেন না তারা।
তবে আজ কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মদন মিত্রের কামারহাটি যাওয়ার কথা ছিল। তার অসুস্থতার কারণে তিনি আজ সেখানে পৌঁছাতে পারেননি। কামারহাটি না যেতে পারায় তিনি জানিয়েছেন, ”আমি আপনাদের কাছে যেতে পারছি না। অসুস্থ হওয়ায় আপনারাই আমার কাছে বারবার আসেন। তবে আমি কোন ছল করে অসুস্থ হইনি। যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে আমি কামারহাটি যাব।’’