আজকের আবহাওয়াঃ সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করলেও বেলা বাড়তেই তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। যার ফলে কিছুটা হলেও অস্বস্তি বোধ করছে বঙ্গবাসি। তবে বঙ্গে কবে থেকে জাকিয়ে শীত পড়বে, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। যার কারণে বঙ্গের বেশ কিছু জেলায় মেঘাচ্ছন্ন আকাশের দেখা মিলবে।
আজ বৃহস্পতিবার, আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে বঙ্গের একাধিক জেলায় মেঘাচ্ছন্ন ভাব থাকলেও আজ বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই। তবে রাত হলেই উত্তরে হওয়ার দাপট বেশ বোঝা যাচ্ছে। অন্যদিকে বেলা বাড়তেই আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। হাড় কাঁপানো শীতের দেখা এখন না মিললেও, চলতি মাসের আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার আরও পতন ঘটবে তা আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। আগের দেওয়া পূর্বাভাসে এখনো অটল রয়েছে হাওয়া অফিস।
আজকের (Today Kolkata) আবহাওয়াঃ
আজ শহরতলীর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৫৬ শতাংশের আশেপাশে। বঙ্গের আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন ভাব থাকলেও আবহাওয়ার তারতম্যের কারণে বেলা বাড়ার সাথে সাথে অস্বস্তিতে ভুগতে পারে বঙ্গবাসী।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আজ বৃষ্টির কোন পূর্বাভাস নেই। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কিন্তু তারপর থেকেই অর্থাৎ শনিবার থেকে তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।