পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- মিলবে ভ্যাপসা গরম থেকে স্বস্তি। বাংলা থেকে এখনই বিদায় নিচ্ছে না বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত এর কারনে তৈরি হয়েছে নিম্নচাপ। আর সেই নিম্নচাপ থেকে আগামী এক সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে যে, বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে এবং তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যার কারনে পশ্চিমবঙ্গে আগামী এক সপ্তাহ ধরে চলবে বৃষ্টিপাত।
আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিশেষ সুন্দরবন এলাকায় আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজকের কলকাতার আবহাওয়াঃ-
আজকে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসের আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৭ শতাংশ। আজ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়াঃ-
আগামীকাল থেকে রাজ্যের বেশিরভাগ জেলায় বিশেষত দক্ষিণবঙ্গে নিম্নচাপ এর প্রভাবে বৃষ্টিপাত এর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত এর কারনে জেলেদের গভীর সমুদ্রে জেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের কারণে নিচু এলাকা গুলিতে ফের জমতে পারে জল।