AK-47 চেয়ে আবেদন ব্যক্তির, ak-47
"ম্যাম, একটু ভেবে দেখবেন" জেলা প্রশাসকের কাছে AK-47 চেয়ে আবেদন ব্যক্তির

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আবদার কত রকমের হয় ? তা জানলে আপনিও হতবাক হবেন। সরাসরি AK-47 রাইফেল চেয়ে আবেদন জানালেন এক ব্যক্তি। সেটিও আবার জেলা প্রশাসকের কাছে, অবাক কান্ড! ইমেইলের মাধ্যমে আবেদন জানিয়ে জেলা প্রশাসকের AK-47 রাইফেলের কথা জানিয়েছেন এক যুবক। তা দেখেই চক্ষু চড়ক গাছ জেলা প্রশাসকের। এমন আবেদন যে তার কাছে কোনদিন আসতে পারে, তিনি তা স্বপ্নেও ভাবেননি।

ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের জেলা প্রশাসকের সঙ্গে। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, এক ব্যক্তি তার নিজের কাছে AK-47 রাইফেল রাখতে চেয়ে, পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসকের কাছে ইমেইল করে আবেদন জানান। সেই ইমেইলে কোনরকম ফোন নাম্বার শেয়ার করেননি ওই ব্যক্তি। তবে ওই ইমেইল আইডির তথ্য সূত্র ধরে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মৌশিম পাহান। সম্ভবত তিনি খড়্গপুরের বাসিন্দা।

পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমলকে উদ্দেশ্য করে কি লিখে পাঠিয়েছেন ওই যুবক? জেলা প্রশাসকের কাছে আসা ওই ইমেইলটি তে লেখা ছিল, “আগে আমার আচরণ অসামাজিক ছিল। আত্মীয়রাই আমাকে ভুল পথে চালিত করেছিল। এখন আমি সম্পূর্ণ বদলে গিয়েছি। কিন্তু ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে AK-47 রাইফেল রাখতে চাই। প্লিজ ম্যাম, একটু ভেবে দেখবেন!” নিজের সুরক্ষার জন্য AK-47 রাইফেল রাখতে চান ওই ব্যক্তি। কিন্তু এই মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয় পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসকের অফিসে।

জানিয়ে রাখি, AK-47 রাইফেল হল অত্যাধুনিক সক্রিয় হাতিয়ার। এই রাইফেল রাশিয়ার তৈরি। এটি আগে শুধুমাত্র সেনাবাহিনীতে ব্যবহার হতো কিন্তু বর্তমানে তা সন্ত্রাসবাদি সংগঠনের হাতেও চলে গিয়েছে।