পশ্চিমবঙ্গ ডেস্কঃ নারদা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের বিধায়ক মদন মিত্র-কে। তাকে জেলে ঢোকানোর পর অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকেই সিবিআই ও বিজেপিকে ধন্যবাদ জানালেন মদন মিত্র।
নারদা কান্ডে কলকাতার মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র কে গ্রেপ্তার করে সিবিআই। প্রথমে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং নিজাম প্যালেস-এ তাদেরকে গ্রেফতার করা হয়। তারপরেই সেখানে উপস্থিত হন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আর্জি করেন তাকেও গ্রেপ্তার করতে হবে। না হলে তিনি নিজাম প্যালেস ছেড়ে কোথাও যাবেন না।
অবশেষে ৬ ঘন্টা পর তিনি নিজাম প্যালেস ছাড়েন। এছাড়াও নারদা কাণ্ডে গ্রেফতার কলকাতার ৪ হেভিওয়েট নেতাকে নিম্ন আদালত থেকে জামিন মঞ্জুর করে। তবে সেই নিম্ন আদালতের রায় কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারপরই নিম্ন আদালতের রায়ের স্থগিতাদেশ রদ করে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুনঃ সস্ত্রীক করোনা আক্রান্ত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
এরপর গত সোমবার রাত ১ টা ১৫ নাগাদ নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় কলকাতার ৪ জন হেভিওয়েট নেতাকে। তবে নিজাম প্যালেস থেকে বেরিয়েই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ফিরহাদ হাকিমকে এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন “আমায় কলকাতার মানুষকে বাঁচাতে দিল না।” অন্যদিকে মদন মিত্রের গলায় শোনা গিয়েছিল, “আমরা খারাপ, আর শুভেন্দু, মুকুল ওরা ভালো।”
তবে প্রেসিডেন্সি জেলে তাদেরকে আটক করার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। রাত ৩ টে ৪০ মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। তবে এখনো পর্যন্ত তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এসএসকেএম হাসপাতালে ১০৩ নম্বর ওয়ার্ডে রয়েছেন মদন মিত্র এবং ১০৬ নম্বর ওয়ার্ডে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের পুনর্বাসন রাজ্য সরকারকেই দিতে হবে, জানালো কলকাতা হাইকোর্ট
তবে হাসপাতলে ভর্তি অবস্থাতেই গতকাল সন্ধে সাতটা নাগাদ তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেন। সেখানে তিনি বিজেপি এবং সিবিআইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, “ধন্যবাদ সিবিআই এবং বিজেপি। হ্যাঁ, ঘটনাটি হল সকল প্রতিকূলতার পরও মদন মিত্র ভীষণ ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন। যা কিনা কামারহাটির ইতিহাসে একটি রেকর্ড গড়েছে। আপনারা সমস্ত শক্তি দিয়ে তাকে বন্ধ করে রেখে যেতে পারেন। তবে মানুষ এতটাও বোকা নয়। সত্যের জয় হবে।”
Thank you #CBI and #BJP.
Yes,the fact is,despite of all odds,Madan Mitra,won the election with such margin which is a record in the history of Kamarhati.
Ok,you may with all your power keep him in the dark but don't think the people are such fools,#TruthWillReign,definitely.— Madan Mitra| মদন মিত্র (@madanmitraoff) May 18, 2021