পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ বঙ্গে পঞ্চম দফার বিধানসভা নির্বাচনী ভোটগ্রহণ চলছে। রাজ্যে ৬ টি জেলায় মোট ৪৫ টি আসনে চলছে ভোট গ্রহণ পর্ব। তবে আজ সকাল থেকেই বিভিন্ন এলাকার কয়েকটি বুথের অশান্তি সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
আজ কামারহাটি তে চলছে পঞ্চম দফার বিধানসভা নির্বাচনী ভোটগ্রহণ। কামারহাটি কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের হয়ে লড়াই করছেন মদন মিত্র। মদন মিত্র খুবই জনপ্রিয় একজন মানুষ বললেই চলে। আজ সকাল থেকেই তার বিধানসভা কেন্দ্রে চলছে বিধানসভা নির্বাচনী ভোট গ্রহণ পর্ব।
আজ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানালেন মদন মিত্র। তিনি অভিযোগ জানিয়েছেন, তাকে কেন্দ্র বাহিনীর জাওয়ানরা বুথে ঢুকতে বাঁধা দিয়েছে। তিনি আরো জানিয়েছেন, তার কাছে প্রবেশের বৈধ কাগজপত্র থাকার সত্বেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কামারহাটির ১৬৫ ও ১৬৬ নম্বর বুথে তাকে ঢুকতে দেয়নি।
তাঁর আরও অভিযোগ, তৃণমূল প্রার্থী মদন মিত্রের তল্লাশি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন তিনি। চড়াও হয়ে তিনি বলেন, “এটা কি একটা গণতান্ত্রিক দেশ। নির্বাচন কমিশনের প্রধানের সঙ্গে দেখা করতে যাচ্ছি”, বলে হুংকার জানালেন মদন মিত্র।
তৃণমূল প্রার্থী মদন মিত্রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। তবে এদিন সকালে তৃণমূল প্রার্থীকে দেখা গিয়েছে পরনে সাদা পাঞ্জাবি এবং চোখে সানগ্লাস ও কপালে তিলক। এদিন সকালে তিনি দক্ষিণেশ্বরের মন্দিরের পুজো দিয়ে কোথায় কেমন ভোট গ্রহণ চলছে দেখতে বেরিয়ে ছিলেন। তারই মধ্যে ঘটে যায় এমন ঘটনা।
তবে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা যখন তার পাঞ্জাবির পকেট সার্চ করতে যায় তখন তিনি চড়াও মেজাজে বলেন, “মাই নেম ইজ মদন মিত্র”। তারপর তিনি নিজের বুক পকেট থেকে আরদ্ধ দেবীর ছবি বার করে দেখিয়ে দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তবে মদন মিত্র আজ বলেন, “প্রার্থীর বুকপকেটে হাত দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এ বিষয়ে আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব।”