পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গতকাল সারাদিন নারদা কাণ্ড ঘিরে উত্তেজিত ছিল বঙ্গ রাজনীতি। সকাল বেলায় গ্রেপ্তার হন ফিরহাদ হাকিম, সুব্রত মুখপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি। সারা দিন ভোর টানটান উত্তেজনার শেষে চার জনকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার কথা হয়। কিন্তু হঠাৎ করেই মদন মিত্র এবং শোভন চ্যাটার্জির শ্বাস কষ্ট শুরু হলে ভোররাতে দুজনকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।
গতকাল দিনভর নারদা কাণ্ডের উত্তেজনার পর হাইকোর্টে তৃণমূলের চার মন্ত্রী বিধায়কের জামিনের জন্য হাইকোর্টে আবেদন পেশ করা হয়। কিন্তু হাইকোর্টে চার জনের জামিনের ওপর স্থগিতাদেশ দিলে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন বাবু এবং ফিরহাদ হাকিমকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে।
সেখানে গিয়ে সুব্রত বাবু, মদন মিত্র এবং শোভন বাবু অসুস্থ বোধ করায় ভোররাতে তিন জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মদন মিত্র এবং শোভন চ্যাটার্জির শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেনের সাপোর্ট দেওয়া হয়। কিন্তু সুব্রত মুখোপাধ্যায়কে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে।
সোমবার সকাল থেকে নারদা কাণ্ড ঘিরে বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে ওঠে। সকাল বেলা চার মন্ত্রী বিধায়ককে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় এবং নারদা কাণ্ডের জেরে গ্রেপ্তার করা হয় তাঁদের। সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে নিজাম প্যালেসের সামনে উত্তাল জনতা ইট বৃষ্টি করতে থাকে।
এমত অবস্থায় নিজাম প্যালেসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে ধর্নায় বসেন। ৬ ঘণ্টা নিজাম প্যালেসে ধর্না দেবার পর তিনি নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান। কিন্তু জামিনের আবেদন সত্বেও হাইকোর্টের স্থগিতাদেশ আসে। চারদিন এই নেতারা প্রেসিডেন্সি জেলে থাকবেন এবং বুধবার হবে শুনানি।