madhumita sarcar, pele, vinicius jr, পেলে, ভিনিসিয়াস জুনিয়র, মধুমিতা সরকার, brazil
পেলের পরলোক গমনে ভিনিসিয়াস জুনিয়রের আত্মার শান্তি কামনা করে চরম বিপাকে মধুমিতা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গতকাল প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট পেলে। শোকের সাগরে ডুবে আছে গোটা ফুটবল জগত। তবে শোক জ্ঞাপন করতে গিয়ে সাতসকালে চরম ভুল করে বসলেন টলিউডের অভিনেত্রী মধুমিতা সরকার। ফুটবল সম্রাট ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে আর ব্রাজিলের উঠতি তারকা ভিনিসিয়াস জুনিয়রকে গুলিয়ে ফেলে সোশ্যাল মিডিয়াতে চরম ট্রোলড হলেন টলিউডের এই অভিনেত্রী।

দীর্ঘ-রোগ ভোগের পর গতকাল পরলোক গমন করেছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। গত বছর থেকেই অন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন পেলে। এ বছর নভেম্বর মাসের শেষের দিকে অসুস্থতা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছলে তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

যথারীতি পেলের মৃত্যুর কথা চাউর হতেই সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশের হুড়োহুড়ি পড়ে যায়। প্রখ্যাত তারকা থেকে সাধারণ মানুষ কেউই পিছিয়ে নেই এই তালিকাতে। আর এই তালিকাতে নাম লেখাতে গিয়েই চরম গন্ডগোলটা বাঁধালেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার।

আজ সকাল হতেই পেলের আত্মার শান্তি কামনা করে একটি পোস্ট করেন মধুমিতা। কিন্তু পোস্টের ক্যাপশন নিয়ে কোন সমস্যা না থাকলেও, ছবিতে পেলের পাশে বসিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়রকে। আর এই কারণে নেটিজেনদের কাছে বিরক্তির কারণ হয়েছেন মধুমিতা। স্বাভাবিক ভাবেই এই ঘটনা ঘটানোর পর তার কান্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা। সবেমাত্র বিশ্বকাপ খেলে দেশে ফেরা ভিনিসিয়াস কিভাবে পেলের সাথে মারা যেতে পারেন তা নিয়েও শোনা যাচ্ছে বেশ কিছু সরেস মন্তব্য।

যদিও ভুল বুঝতে পেরে পরবর্তীতে পোস্টটি ডিলিট করে দেন অভিনেত্রী মধুমিতা। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। ততক্ষণে একাধিক স্ক্রিনশট উঠে গেছে সেই পোস্টের। এখন সেই স্ক্রিনশট গুলি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার নানা পেজে। তবে পেলে তো আর এলে বেলে কেউ নন। তার মত একজন কিংবদন্তি ফুটবলারের ক্ষেত্রে এই ধরনের ভুল কি করে হয় তা মাথায় ঢুকছেনা অধিকাংশ নেট নাগরিকদের। কেউ বলছেন হয়তো ঘুম চোখে ভুল, কেউ বলছেন না জানলে ফুটবল সম্রাটকে নিয়ে আগ বাড়িয়ে ফুটেজ খাওয়ার দরকার ছিল না।