পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পূর্বাভাস অনুযায়ী গত দু-দিন তাপমাত্রা বেশ খানিকটা কমার পর আবারো বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। এটি চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে আবারও নামতে শুরু করবে গোটা বাংলার তাপমাত্রা। তবে শীতের শেষ ইনিংস শুরুর আগে আপাতত মঙ্গলবার ও বুধবার এই দু-দিন কার্যত শীত উধাও থাকবে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশার প্রভাব দেখা যেতে পারে। দেখে নিন কেমন থাকবে আজকের (৩১শে জানুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৮.১ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৪ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৭৩ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৪১ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৬মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২৪মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
গোটা উত্তরবঙ্গ জুড়েই আগামী ৫ দিন তাপমাত্রা একই জায়গায় বজায় থাকবে। স্বভাবত দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা কম। দক্ষিণবঙ্গ থেকে ঠাণ্ডা প্রায় বিদায় নিলেও উত্তরবঙ্গে শীত এখনো ভালোভাবেই বজায় আছে। সেই সাথে গতকালের মত আজও দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিহার সংলগ্ন অঞ্চলগুলিতে কুয়াশার দাপট একটু বেশি দেখা যেতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আপাতত সপ্তাহখানেকের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকালের দিকে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের জেলাগুলিতে হালকা কুয়াশা দেখা যেতে পারে। পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা তুলনামূলকভাবে বেশ কম থাকবে। আজ ও আগামী বুধবার তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে আবারও উত্তরে হওয়া চালু হওয়ার ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপের ফলে আবহাওয়ার এই খামখেয়ালী চোখে পড়ছে। আগামীকালও আজকের মতই আবহাওয়া বজায় থাকবে বরং আজ থেকে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রী বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা ক্রমশ কম হতে থাকবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও।