পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আরো একবার ক্রিকেটের ২২ গজের লড়াইতে ফিরছেন ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। ফের দিল্লি ক্যাপিটালসের হয়ে দায়িত্ব নিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এই প্রাক্তন সভাপতি। তবে এবার আরও বড় ভূমিকায় দেখা যাবে ক্রিকেটের মহারাজকে। শুধু দিল্লি নয়, দুবাই ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটালস এই দুই ফ্রাঞ্চাইজি দলের ডিরেক্টর পদে আসতে চলেছেন তিনি। সৌরভের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মোট ৩টি দলের হেড অফ বোর্ড অফ ক্রিকেট হিসাবে ভবিষ্যতে দেখা যাবে তাকে।
এই বছরের আইপিএলের মৌসুমে তিনি ফিরছেন দিল্লি ক্যাপিটালসে। এর আগেও ২০১৯ এর মৌসুমে এই দলের সঙ্গে যুক্ত ছিলেন মহারাজ। সৌরভ এবং পন্টিংয়ের কম্বিনেশন ফের সাফল্য পেতে চাইছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। দিল্লির হেড কোচ হিসাবে রয়েছেন রিকি পন্টিং।
২০১৯ মৌসুমের আইপিএলে দিল্লি ক্যাপিটালস ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় দলের অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। তবে গত দুটো মৌসুমে দলের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যায় রিশাব পান্তকে।
ভারতের এই প্রাক্তন অধিনায়ক গত বছর অক্টোবর মাসে দায়িত্ব ছেড়েছেন বিসিসিআইয়ের। তাই এবারে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যতে দুবাই এবং দক্ষিণ আফ্রিকার যে ফ্রাঞ্চাইজি দুটি রয়েছে তাদের সাথেও কাজ করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
অনেকদিন ধরেই বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে। তবে সব আশঙ্কা দূর করে বিসিসিআইয়ের বোর্ড সভাপতি থেকে সরে যাওয়ার পর ফের দুর্দান্ত কামব্যাক করলেন বাংলার মহারাজ।