পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক:- আইপিএল শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা। আর এর মধ্যেই বড়োসড়ো খবর এল চেন্নাইয়ের শিবির থেকে। মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন এমনটাই খবর পাওয়া গিয়েছে এই ফ্র্যাঞ্চাইজির তরফে। তার জায়গায় এবার দলের হাল সামলাবেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
এবারের আইপিএল শুরু হতে চলেছে আগামী ২৬ শে মার্চ থেকে। আর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। গতবারের এই দুই ফাইনালিস্টকে এ বছরের আইপিএলের প্রথম ম্যাচে দেখবেন দর্শকরা। তবে সবাই ভেবেছিলেন মহেন্দ্র সিং ধোনি আইপিএল থেকে অবসর নেবেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক থাকা অবস্থায়। কিন্তু তার হবে না। জানা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনি নিজেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২০০৮ সালের আইপিএলের শুরু থেকে ২০২১ সালের আইপিএল পর্যন্ত মোট ১২ টি সিজনে চেন্নাই সুপার কিংস এর ব্যাটন সামলেছেন মাহি। তবে এখন তার বয়স ৪০। তাই ফ্রাঞ্চাইজির ভবিষ্যতের কথা মাথায় রেখে আগামী প্রজন্মকে সুযোগ করে দিলেন আইপিএলের অন্যতম সফলতম অধিনায়ক।
https://twitter.com/ChennaiIPL/status/1506920018097098752
চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক থাকাকালীন মহেন্দ্র সিং ধোনি ২০৪টি ম্যাচে ৪৪৫৬ রান করেছেন। তার অধীনে চেন্নাই সুপার কিংস ১২১ টি ম্যাচে জয়লাভ করেছে এবং ৮২ টি ম্যাচ হেরেছে। জিতেছে ৬০ শতাংশ ম্যাচে।
এছাড়া ধোনির অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৯ টি ফাইনাল খেলেছে। তারমধ্যে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছে চারবার। তবে এরপর ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং আইপিএলের অন্যতম সেরা অধিনায়ককে আর দেখা যাবে না খেলার আগে টস করতে। কিন্তু প্লেয়ার হিসেবে ধোনিকে এখনো মাঠে পাবেন ‘থালা’ ভক্তরা।