পশ্চিমবঙ্গ ডেস্কঃ অতিমারি করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ গোটা দেশজুড়ে তান্ডব শুরু করেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দেশের বিভিন্ন রাজ্য। বর্তমানে কোভিড চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেনের আকাল দেখা দিয়েছে। এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই কোভিডের ঔষধ ও অক্সিজেনের কালোবাজারি শুরু হয়েছে।
কোভিডের ঔষধ ও অক্সিজেনের কালোবাজারি বন্ধ করতে প্রথম থেকেই সতর্ক রাজ্য প্রশাসন। লাগামহীন হয়ে পড়েছে অতিমারি করোনা। গোটা দেশজুড়ে যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তা ইতিমধ্যেই ভয়াবহ রূপ ধারণ করেছে। তবে এখনো পর্যন্ত করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাব তেমন পড়েনি বঙ্গে। এমনকি অক্সিজেনের সংকটও দেখা যায়নি। তবে আগামী দিনে অতিমারি করোনা প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সেদিকে ভেবেই করোনা সংক্রমনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গতকাল ফের এক দফা বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলার জেলাশাসক দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। ওই বৈঠকে রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে ওই বৈঠক। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে উঠে আসছে অক্সিজেনের কালোবাজারির খবর। ওই বৈঠকে অক্সিজেনের কালোবাজারি বন্ধ করার বিষয় বিশেষভাবে নজর দিতে বলা হয় জেলাশাসক দের। রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জেলাশাসকের নির্দেশ দিয়েছেন কোন ভাবে যেন অক্সিজেনের কালোবাজারি না চলে এই রাজ্যে।
তার সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অক্সিজেন ও কোভিডের ঔষধ সরবরাহের ক্ষেত্রে কোনো প্রকার ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে জেলাশাসক দের। রাজ্যের প্রশাসন ও জেলা প্রশাসনের মধ্যে যাতে সব সময় অক্সিজেন সংক্রান্ত বিষয়ে যোগাযোগ থাকে সেদিকে লক্ষ্য রাখার কথা জানিয়েছেন তিনি।