mamata banerjee, suvendu adhikari, mamata dhrna, dhrna, মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্না, শুভেন্দু অধিকারী
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গত শনিবার ২৭ শে মার্চ থেকেই বঙ্গে শুরু হয়েছে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোটের হাত গুনে মাত্র আর কয়েকটা দিন। আগামী বৃহস্পতিবার ১ লা ফেব্রুয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর মুখোমুখি লড়াই হবে দ্বিতীয় দফার ভোটে।

নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন গত ১০ ই মার্চ মনোনয়ন পেশ করতে। মনোনয়ন পেশ করার পর তিনি নন্দীগ্রামে কয়েকটি মন্দিরে ঠাকুর দর্শনে যান এবং পুজো দেন। ঐদিন সন্ধ্যার দিকে হঠাৎই পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্রুত চিকিৎসার জন্য তাকে নন্দীগ্রাম ছেড়ে কলকাতায় আসতে হয়। বেশ কয়েক দিন কলকাতার হাসপাতালেই কাটিয়েছেন তিনি চিকিৎসাধীন অবস্থায়। এই ঘটনার পর প্রায় ১৮ দিন বাদে তিনি নন্দীগ্রামের মাটিতে পা রেখেছেন গতকাল রবিবার হোলির দিনে। এছাড়াও তিনি রেয়াপাড়ার বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি বিরুলিয়া বাজারে একটি জনসভা করেন গতকাল।

বিরুলিয়া বাজারের জনসভা থেকে শুভেন্দু অধিকারী এবং তার পরিবারের বিরুদ্ধে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রে ভোটের আগেই জনসভায় মেতে উঠেছেন রাজনৈতিক দলীয় প্রার্থীরা। তৃণমূলের সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার নন্দীগ্রামে একটি রোডশো ও তিনটি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। এর পাশাপাশি বিজেপি সূত্রে খবর, আজ নন্দীগ্রামে পাঁচটি পথসভা করবেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে লড়ছেন শুভেন্দু অধিকারী। গত ১৮ ই মার্চ তিনি নন্দীগ্রাম কেন্দ্রের হয়ে মনোনয়ন করেছেন। তিনি আজ নন্দীগ্রামে পাঁচটি পথসভা করবেন বলে জানাগিয়েছে। সর্বপ্রথম তিনি পথসভা করবেন বয়াল ১ নং গ্রাম পঞ্চায়েতে সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত। এরপর বলায় ২ নং গ্রাম পঞ্চায়েতে ১২ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত পথসভা করবেন তিনি। দ্বিতীয় পথসভা করার পর কিছুটা সময় বিরতি নেবেন এবং বিকেল ৩ টে থেকে ৪ টে পর্যন্ত ভেটুরিয়ায় পথসভা করবেন তিনি। তৃতীয় পথসভা শেষ করে তিনি চতুর্থ পথসভা করবেন বিকেল ৪ টে থেকে ৫ টা পর্যন্ত জয় কালিতে। আজকের দিনে সর্বশেষঃ পথসভা করবেন শুভেন্দু অধিকারী ঘোলপুকুর এ বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আজ পথসভা করে ঠাকুরচক পৌঁছাবেন। এই পথসভা শুরু হবে সকাল ১১ টা নাগাদ। নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড় থেকে শুরু হবে এই পথসভা। ৮ কিলোমিটার পথসভা করার পর তৃণমূল নেত্রী পৌঁছাবেন ঠাকুরচক এবং সেখানেই একটি জনসভা করবেন তিনি। দুপুর ১ টা বেজে ৩০ মিনিটে ঠাকুরচকে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। এরপর দুপুর দুটোর দিকে তিনি বয়াল ২ নং গ্রাম পঞ্চায়েতে একটি জনসভা করবেন। সর্বশেষ তিনি বিকেল সাড়ে তিনটের সময় আমদাবাদ হাই স্কুলের মাঠে একটি জনসভা করবেন।