mamata banerjee, TMC, narendra modi, BJP, মমতা ব্যানার্জি, তৃণমূল-কংগ্রেস, নরেন্দ্র মোদী, বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মোদীর দেওয়া পুরষ্কার! অবাক হচ্ছেন? বিস্তারিত পড়ুন...

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বাংলাকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য শিল্পের অবদান সত্যিই অনস্বীকার্য। বাংলার ক্ষুদ্র থেকে বৃহৎ শিল্প, বাংলার কুটির শিল্প সর্বদাই বাংলাকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলে। এবার শিল্পের প্রতি গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রশংসিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি মোদি সরকারের হাতেই পুরস্কৃত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরস্কারের সংখ্যা একটি নয়। তিন তিনটে পুরস্কারের পুরস্কৃত করা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সারা বাংলাকে। পুরস্কার তিনটি হলো – PSU – Imarging Technology, PSU – Nation Building ও PSU – Leadership Award।

বহৎ শিল্পের তুলনায় ক্ষুদ্র শিল্পকে বেশী করে গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমানে। এর একটি প্রধান কারণ হল সাধারণ মানুষের উন্নত আধুনিক যন্ত্রপাতির সাহায্যে তাল মিলিয়ে চলাটা একপ্রকার অসম্ভব। কিন্তু ক্ষুদ্র শিল্পগুলি সাধারণ থেকে শুরু করে সকল প্রকার মানুষের জন্যই লাভজনক। যদিও শিল্পের এই বাড়বাড়ন্ত বামেদের আমল থেকেই শুরু হয়েছিল।

বাংলায় বেশি সংখ্যক যুবকদের কর্মসংস্থানের একমাত্র উপায় এই ক্ষুদ্র ও কুটির শিল্প। আর তা সজোড়ে প্রমাণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হলে বা তাকে কটূ কথায় বিদ্রুপ করলেও, তার এই উদ্যগের জন্য আজ স্বয়ং প্রধানমন্ত্রী প্রশংসা করে তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন।