mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, টিএমসি, tmc, election commission of india
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গের বিধানসভা নির্বাচনী ভোটকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীদল, শাসক দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল নির্বাচন কমিশনের কাছে। সেই অভিযোগ খারিজ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দোষ ঘোষণা করল নির্বাচন কমিশন।

ভোট প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয় নির্বাচন কমিশনের কাছে। তার জন্য মমতাকে শো-কজ করে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, তিনি নির্বাচনী প্রচারের কয়েকটি সভাতে বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীরদেরকে ঘিরে করে রাখুন, আর অন্যরা গিয়ে ভোট দিয়ে আসুন। এছাড়াও অন্য একটি সভাতে তিনি সংখ্যালঘু ভোট যেন ভাগ না হয় এমন বক্তব্য রেখেছিলেন।

এমন মন্তব্য কে নিয়েই জবাব তলব করা হয়েছিল মমতাকে। নির্ধারিত সময়ের মধ্যেই ওই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে পাঠিয়ে ছিলেন নির্বাচন কমিশনের কাছে। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর সন্তুষ্টজনক মন্তব্য হয়নি বলে ২৪ ঘন্টার জন্য নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলে নির্বাচন কমিশন।

গত ১২’ই এপ্রিল রাত ৮ টা থেকে ১৩’ই এপ্রিল রাত ৮ টা পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়। কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে তিনি ১৩’ই  এপ্রিল তথা মঙ্গলবার বেলা বারোটা নাগাদ গান্ধী মূর্তির পদদেশে ধর্নায় বসেন। প্রায় তিন ঘণ্টা ধরে তিনি গান্ধী মূর্তির পদদেশে ধর্নায় বসে ছিলেন।

বসে বসে বেশ কয়েকটি ছবিও একে ফেলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার প্রচারে নিষেধাজ্ঞা জারি হওয়ার সত্তেও ধর্নায় বসে এক প্রকার প্রচার করেছেন বলে অভিযোগ বিরোধী দলের। সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থীর সুজন চক্রবর্তী অভিযোগ জানিয়ে ছিলেন, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে গান্ধী মূর্তির পদদেশে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একপ্রকার ভোট প্রচার করেছিলেন। তৃণমূল নেত্র কমিশনের বিধি ভঙ্গ করেছেন বলে দাবি।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণরূপে নির্দোষ বলে জানালো নির্বাচন কমিশন। গতকাল ১’লা বৈশাখের রাতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ, নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রকার নির্বাচন কমিশনের আদেশ অমান্য করেন নি। ধর্নায় বসে নির্বাচন কমিশনের কোন বিধি ভঙ্গ করেন নি তিনি। সম্পূর্ণরূপে ক্লিনচিট পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।