পশ্চিমবঙ্গ ডেস্কঃ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল ১০ঃ৪৫ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
গোটা দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। তার প্রভাব বঙ্গেও দেখা দিয়েছে। কোভিড প্রটোকল মেনেই আজ বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপালের গলায় অন্য সুর শোনা গিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের “ছোট বোন” বলে সম্বোধন করলেন তিনি।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকের সামনে দু’জনকেই যৌথভাবে বক্তব্য রাখতে দেখা গিয়েছে এবং দুজনেই বর্তমান পরিস্থিতি ও ভোট-পরবর্তী হিংসার কথা তুলে ধরে শান্তির বার্তা দিয়েছেন। রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছেন, “রাজ্যের বর্তমান পরিস্থিতি খুব একটা আশাপ্রদ নয়। নির্বাচনের পর থেকে ছড়িয়ে পড়েছে হিংসা। বাইরে থেকেও একাধিক তথ্য আমার কাছে এসে পৌঁছেছে। নতুন সরকার এ ব্যাপারে দৃষ্টিপাত এবং ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা রাখবো।”
এছাড়াও তিনি আরো বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার শুভেচ্ছা। উনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আজ” এবং বক্তব্য রাখার সময় রাজ্যপাল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোন।”
এদিন শান্তি ও নিরাপত্তা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন আমার প্রথম কাজ কোভিড মোকাবিলা। এখনই নবান্ন যাব, প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং দ্বিতীয় কাজ ভোটপরবর্তী হিংসা বন্ধ করা। সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের আবেদন করব কেউ অশান্তি করবেন না। প্রতিহিংসা পরায়ণ আচরণ করবেন না। শান্তি বজায় রাখুন বাংলা অশান্তি পছন্দ করেনা। কোথাও কোনো অশান্তি আর আমরা মানবো না।”