saayoni ghosh, tmc, ভোট গণনা, সায়নি ঘোষ
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই ধোঁয়াশা কেটে যাবে, এবার বাংলায় কে নীল বাড়ি দখল করবে তা পরিষ্কার হয়ে যাবে আজ।

সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। দেশজুড়ে লাগাম ছেড়েছে করোনা সংক্রমণ তার মধ্য দিয়েই রাজ্যে চলছে ভোট গণনা। করোনা সংক্রমনের দিকে নজর রেখে কোভিড বিধি মেনে ভোট গণনায় জোর দেওয়া হয়েছে। তবে এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই।

দক্ষিণ আসানসোলের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ দীর্ঘ আশ্বস্ত হয়ে জানিয়েছেন, বাংলায় এবার ঘাসফুল শিবিরই সরকার গড়বে। সায়নী ঘোষ জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হবেন।”

বাংলায় যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সেটা নিশ্চিত তারকা প্রার্থী। এ নিয়ে তিনি বলেন, “আমি যতটুকু পেরেছি ঠিক ততটুকুই করেছি। আমি মনে করি আসানসোল দক্ষিণের জনগণ আমার পাশে থাকবেন এবং তৃণমূল নেতৃত্ব সমর্থকরা সবাই তার পাশে আছেন” বলেই তিনি জানিয়েছেন।

জীবনে প্রথমবার রাজনৈতিক দলে যোগদান করলেন সায়নী ঘোষ। রাজনৈতিক দলে যোগদান করার পরেই তৃণমূলের হয়ে প্রার্থীর টিকিট পেলেন তিনি। তবে বিধানসভা নির্বাচন হওয়ার আগেই তিনি যেভাবে মানুষের কাছে ছুটে গিয়েছেন, মানুষের মনের কথা শুনেছেন। সেই বিষয়ে তিনি বলেন, “গন্তব্য স্থলে পৌঁছানো গুরুত্বপূর্ণ কিন্তু এই পথ চলাটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ।” এছাড়াও তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে তৃণমূল সরকার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এবার তৃতীয়বারের মত রাজ্যে শাসনে আসছে।

তবে কার জয় হবে? এবং কোন রাজনৈতিক দল এই জয়ের হাসি হাসবে? এ বিষয়টি এখনো পর্যন্ত ঝাপসা। তবে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলার মানুষ জানতে পারবে, বাংলার গদিতে কোন সরকার বসতে চলেছে। জয়ের হাসি কে হাসবে ! এবার সেটাই দেখার।