পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। বাকি রয়েছে এখনো তৃতীয় দফার ভোট গ্রহণ। বর্তমানে বিধানসভা নির্বাচনী প্রচারে উত্তপ্ত বাংলা।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ষষ্ঠ দফার নির্বাচনী ভোট প্রচারে চারটি জনসভা করতে চলেছেন । তারই সঙ্গে করবেন একটি রোড শো। প্রতিনিয়তই তিনি দিনে চারটি করে সভা করে চলেছেন।
বিধানসভা ভোট কে ঘিরে একটি দিনও নির্বাচনী প্রচার বন্ধ করছেন না তিনি। জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। তবে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্টের ফল কতটা মিঠা হবে তা ২’রা মে এর পরেই জানা যাবে।
আজকের দিনে তৃণমূল নেত্রী প্রথম জনসভা করতে চলেছেন তেহট্ট বিধানসভা কেন্দ্রে। সকাল ১১ টা নাগাদ তিনি শ্যামনগর খেলার মাঠে ষষ্ঠ দফার নির্বাচনী ভোট প্রচারে জনসভা করবেন তিনি। এরপর দ্বিতীয় জনসভা করবেন তিনি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হয়ে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুকান্ত খেলার মাঠে বেলা ১২ টা নাগাদ জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর গাইঘাটা বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা। গাইঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে গোবরডাঙ্গা হিন্দু কলেজ মাঠে দুপুর ১ টা নাগাদ সভা করবেন তিনি। এরপর এদিনের শেষ সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর ও খড়দহ বিধানসভা কেন্দ্রে। ব্যারাকপুর ও খড়দহ বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর হয়ে দুপুর দুটো নাগাদ জনসভা করবেন তৃণমূল নেত্রী। ব্যারাকপুর খড়দহ বিধানসভা কেন্দ্রের জনসভা করবেন তিনি সূর্যসেন খেলার মাঠে।
নির্বাচনী প্রচারে চারটি জনসভা করার পর রোড শো করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ তিনি ভবানীপুর ও রাজবিহারী বিধানসভা কেন্দ্রে রোড শো করবেন। এদিন তিনি ডাকুরিয়া ব্রিজ থেকে রোড শো শুরু করবেন এবং কালীঘাট ক্রসিং পর্যন্ত পৌঁছে এদিনের রোড শো শেষ করবেন।