পশ্চিমবঙ্গ ডেস্কঃ গতকাল রানাঘাটে নির্বাচন প্রচারে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে বিভিন্ন ভাবে আক্রমণ শানিয়েছেন তিনি।
রানাঘাটের সভা থেকে তিনি বলেন বিজেপি হিন্দু-মুসলমান ভাগ করছে। তিনি বলেন, “ভোট পেতে বিজেপি হিন্দু-মুসলমান করছে। এনআরসি তে যখন ১৪ লাখ মানুষকে বাদ দেওয়া হয়েছে তখন মনে পড়েনি তারা হিন্দু।”
তিনি গতকাল রানাঘাটের সভামঞ্চ থেকে বলেন, “আগামী একমাস টানা আমি সভা করে চলেছি। একটা দিনও ছুটি নেই না, কেন জানেন ? আপনারা কি চান, বাংলা গুজরাট হয়ে যাক ? আপনারা কি চান, বাংলা উত্তরপ্রদেশ হয়ে যাক ? আপনারা কি চান, বাংলা গুন্ডাদের হাতে চলে যাক ? আপনারা কি চান, বাংলা বহিরাগতদের হাতে চলে যাক ? আজ আমাদের বাংলা মাকে বাঁচাতে হবে। বাংলা মাকে বাঁচানোই আমাদের সবথেকে বড় কর্তব্য।”
তিনি আরও বলেন, “গতবার যাকে আপনারা এই কেন্দ্রে জিতিয়েছেন তার ছবিটা ভিডিওতে দেখেছেন তো ? কী দেখেছেন তো ? আমি তো দেখেছি ! আপনারা নিশ্চয়ই দেখেছেন, কি করে বেড়াচ্ছে।” এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের উদ্দেশ্যে বলেন এরা রাজনীতি করতে জানে না, “তিনি গেরুয়া শিবিরের উদ্দেশ্যে বলেন, এরা সব চরিত্রহীন লোক, এরা নাকি রাজনীতি করবে। আমি বলি প্রথমে রাজনীতি করতে গেলে কথাবার্তা শেখা দরকার। কথাবার্তা বুঝে শুনে বলা দরকার, সমাজের সেবা করা দরকার, রাজনীতি করা মানে, করে খাওয়া নয়।”
গতকাল তৃণমূল সুপ্রিমো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারের এসপি কেউ এক হাতে নিলেন তিনি। কোচবিহারের শীতলকুচি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, “চারটে লোক কে পুলিশের গুলিতে মেরে দিল ভোটের লাইনে দাঁড়িয়ে। তারপরও বলছে চারজনের জাগায় ৮ জনকে গুলি মারা উচিত ছিল, সবাইকে গুলি মারা উচিত ছিল।” তিনি আরো বলেন, “এদেরকে তো ব্যান করা উচিত। রাজনৈতিকভাবে এই নেতাদেরকে ব্যান করা উচিত। যারা গুলি চালানোর পক্ষে সওয়াল করে। লজ্জা করে না?”
গেরুয়া শিবিরের উদ্দেশ্যে ছড়া কেটে তিনি বলেন, “একটা বিজেপি পার্টি, এক হাতে বিজেপির ঝান্ডা। অন্য হাতে বড় বড় ডান্ডা। সাথে আছে বিজেপির গুন্ডা, বহিরাগত হয়েছে কিছু পান্ডা। এই নিয়ে বাংলাকে মেরে করবে ঠান্ডা। এটাই হচ্ছে বিজেপির কাজ।”
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারের পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন এই ঘটনার শেষ দেখে ছাড়বেন তিনি। তিনি বলেন, “শিতলকুচির ঘটনাটি পুরোটাই পরিকল্পিত। এসিপির সঙ্গে বসে প্ল্যান করেছে বিজেপি। ওই ঘটনার তদন্ত আমি করবই। তদন্তে নেমে আসল ঘটনা টেনে বার করব। কিভাবে একটা মেয়েকে আগে পাঠিয়ে তাকে বলা হয়েছিল, আমার বাচ্চাকে লুট করে নিয়ে গেছে। তারপর প্লান অনুযায়ী গুলি চালানো হয়। যারা যারা গুলি চালিয়েছে তাদের নাম সব আমি লিস্ট করে রেখেছি। আমি কাউকে ছেড়ে কথা বলবো না।” এছাড়াও তিনি আরো বলেন, “এই কেসটাতে, আমাকে বোকা ভাববেন না। পুরো ঘটনাটিই প্ল্যানিং করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।”
বাংলায় বিজেপি সরকার আসলে বাংলাকে গুজরাট করে তুলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়কে কেন্দ্র করে তিনি বলেন, “আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বটে, তবে মুখ্যমন্ত্রীর চেয়ারে আমি বসি না। একটা সাধারন চেয়ারে আমি বসি। একটা টাকাও বেতন নিই না।” তিনি আরো বলেন যে সরকারের টাকাতে এক কাপ চা পর্যন্ত তিনি কিনে খান না।