করোনা ভাইরাস, করোনা ভ্যাকসিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অসীম বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাসের আক্রমণ থেকে রেহাই পেলেন না খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। এমত অবস্থায় শোকের ছায়া নেমেছে গোটা বন্দ্যোপাধ্যায় পরিবারে।

আজ শনিবার কোলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। গত এক মাস ধরে অসীম বন্দ্যোপাধ্যায় কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

মুখ্যমন্ত্রীর মেজ ভাই অর্থাৎ অসীম বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী নিজে একই সাথে কালীঘাটের বাড়িতে থাকতেন বলে জানা যাচ্ছে। যদিও মুখ্যমন্ত্রীর পরিবারে অন্য কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হবার কথা জানা যায়নি। সমস্ত কোভিড প্রোটোকল মেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অর্থাৎ অসীম বন্দ্যোপাধ্যায়কে নিমতলা মহাশ্মশানে দাহ করা হবে বলে জানা যাচ্ছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড মাত্রায় বেড়ে গেছে। সকল বয়সীদের মধ্যেই এই করোনা ভাইরাসের আক্রমণ অত্যন্ত বাড়ছে। এই মুহূর্তে করোনা ভাইরাসের সাথে মোকাবিলার একমাত্র পথ হচ্ছে সকলকে করোনা ভ্যাকসিন প্রদান।

গত ১ লা মে থেকে দেশজুড়ে ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকদের করোনা ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। তবে এখনো পর্যন্ত ভ্যাকসিনের বন্টন ঠিকভাবে সমস্ত জায়গায় না হওয়ায় আকাল দেখা দিয়েছে ভ্যাকসিনের। দেশে এখন তিনটি ভ্যাকসিন কে অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এগুলি হল অক্সফোর্ড এর ‘কোভিশিল্ড’, ভারত বায়োটেক এর ‘কো-ভ্যাকসিন’ এবং রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিন।