mamata banerjee, tmc, মমতা বন্দপাধ্যায়, তৃণমূল, ধর্নায় মমতা
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ পঞ্চ দফার ভোটের আগেই নির্বাচনী প্রচারে তোলপাড় রাজ্য রাজনীতি। এরইমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে নির্বাচনী প্রচারে ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

গতকাল অর্থাৎ সোমবার রাত ৮ টা থেকে আজ মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত কোন রাজনৈতিক মিছিল, সভা বা নির্বাচনী প্রচার তিনি করতে পারবেন না বলে নির্দেশ নির্বাচন কমিশনের। তার পাশাপাশি জানানো হয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দপাধ্যায়ের মন্তব্য উস্কানিমূলক ও নির্বাচন কমিশনের আচরণ বিধি লংঘন করছে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আজ মঙ্গলবার ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভা ছিল। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারির ফলে একটিও সভা তিনি করতে পারবেন না। প্রথম সভা করার কথা ছিল, বেলা ১১ টায় নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় সভা করার কথা ছিল বেলা ১২ টায় নদীয়ার কল্যাণীতে। এছাড়াও তার তৃতীয় সভা করার কথা ছিল উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে দুপুর ১ টার সময়। সর্বশেষ সভা করার কথা ছিল বিধাননগরে দুপুর দু’টোর সময়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে চারটি সভা বাতিল হয়েছে আজ। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে তিনি আজ ধর্নায় বসবেন বলে ট্যুইট করে জানিয়েছেন। টুইট করে তিনি লেখেন, “নির্বাচন কমিশনের এই অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে বেলা বারোটা থেকে গান্ধী মূর্তির পদদেশে ধর্নায় বসবো।”

পঞ্চ দফার ভোটের আগেই নয়া মোড় রাজ্য রাজনীতিতে। তৃণমূল নেত্রী ২৪ ঘন্টার জন্য প্রচার করতে পারবেনা বলে ঘোষণা কমিশনের। এই ঘোষণাকে কেন্দ্র করেই প্রতিবাদে নেমে পড়েছে ঘাসফুল শিবির। তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, “আজ গণতন্ত্রের কালো দিন। “এছাড়াও তিনি আরো বলেন, নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলার মানুষের মন থেকে সরিয়ে ফেলতে পারবে না। এছাড়াও তীব্র প্রতিবাদে তৃণমূলের ডরেক ও’ব্রায়েন টুইট করে লিখেছেন, “১২ ই এপ্রিল গণতন্ত্রের জন্য কালো দিন।”

নির্বাচন কমিশনের উপরে প্রতিবাদ জানাতে বেলা ১২ টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।