বিধানসভা নির্বাচন, নির্বাচন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায়, টুইট
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশে ক্রমশ লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় মহারাষ্ট্র সরকার আবারও লক ডাউনের পথে হাঁটলেও পশ্চিমবঙ্গে সেরকম কিছু এই মুহূর্তে ভাবা সম্ভব নয়। কারণ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। এই মুহূর্তে বাকি ভোট নিয়ে সংশয় তৈরি হয়েছিল কিন্তু করোনা পরিস্থিতিতে ভোট সূচী একই রাখার ইঙ্গিত দিল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ছিল নির্বাচন কমিশনের সাথে রাজ্যের জেলা আধিকারিকদের বৈঠক। সেই বৈঠকের দিকে তাকিয়ে ছিল রাজ্যবাসী। অনেকেই হয়ত ভেবেছিল যে করোনা পরিস্থিতিতে ভোট গ্রহণ পর্ব স্থগিত হয়ে যাবে। সে ক্ষেত্রে সকলের সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে যে, বাকি দফার ভোট পূর্ব নির্বাচন সূচী মেনেই হবে।

এই ভোট প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে টুইট করে ১৭ ই এপ্রিলের পর বাকি তিন দফা ভোট একই দিনে করার আর্জি জানান। কারণ হিসেবে তিনি করোনা ভাইরাসের ঝুঁকির কথা বলেন। এছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৮ দফা ভোট নিয়েও ক্ষোভ উগড়ে দেন তৃণমূল সুপ্রিমো।

তিনি বলেন, “আমরা তো প্রথম থেকেই আট দফা নির্বাচনের বিরোধিতা করে আসছি। সব রাজ্যে এক পর্যায় হচ্ছে। এখানে কেন এতগুলো দফা ? করোনা সংক্রমণ বাড়ছে, এই সময় কি এতো বেশী দফায় ভোট করানো দরকার ছিল ?” অন্যদিকে আগামী ১৭ ই এপ্রিল পঞ্চম দফা নির্বাচন।

সেই দিন রাজ্যের মোট ৪৫ টি কেন্দ্রে সম্পন্ন হবে ভোট গ্রহণ পর্ব। অন্যদিকে ২২, ২৬ এবং ২৯ শে এপ্রিল যথাক্রমে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার ভোট সম্পন্ন হবে। তবে এতো ভাগে ভাগে ভোট হওয়া নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকায় এবং অনেকেই আপত্তি তলায় বৃহস্পতিবার দিনভর কমিশনের সাথে আলোচনা হয় জেলা শাসকদের। যদিও নির্বাচন পূর্ব নিয়মেই সম্পন্ন হবার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।