রাজ্যসরকার, কেন্দ্রসরকার, মমতা ব্যানার্জি, করোনা ভ্যাকসিন, state government, central government, covid-19 vaccine
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনার কবলে নাস্তানাবুদ সারাদেশ। এই অবস্থায় রাজ্যে ভ্যাক্সিনেশন নিয়ে উঠল নতুন ঝড়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে দাবি করেন, কেন্দ্র যেন বিনামূল্যে সব রাজ্যে ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করে।

পশ্চিমবঙ্গে ভোট চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভ্যাকসিনের দামের বিষয় নিয়ে চিঠি লিখেছিলেন। সেখানে তিনি প্রতিবাদ করে জানান, ভ্যাকসিনের দামের একাধিক তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। কাজেই এই বিষয়ে প্রধানমন্ত্রীকে কড়া নজর রাখার অনুরোধ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র টিকাকরনের জন্য যে নিয়ম-নীতি মেনে চলছে, তারমধ্যে সংশোধন আনা প্রয়োজন। কেন্দ্রীয় সরকার ১৫০ টাকায় কোম্পানির কাছ থেকে ভ্যাকসিন কিনছে কিন্তু ৩০০ টাকায় রাজ্য সরকারকে ওই ভ্যাকসিন কিনতে হলে তা অনৈতিক। কাজেই এই বৈষম্য দূর করতে মুখ্যমন্ত্রী উচিৎ পদক্ষেপে সোচ্চার হন।

পুনে শহরে অবস্থিত সেরাম ইনস্টিটিউট করোনা টিকা সরবরাহে মূল ভূমিকা পালন করছে। সেখানে রাজ্য সরকারের কাছে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রতি ডোজ পিছু ৩০০ টাকা বিক্রয় মূল্য হিসাবে ধার্য করা হয়েছে। এর সাথে বেসরকারি হাসপাতালগুলিতে ডোজ প্রতি ৬০০ টাকা বিক্রয় মূল্য হিসেবে ধরা হয়েছে। কিন্তু সেই একই ভ্যাকসিন কেন্দ্রীয় সরকারকে ১৫০ টাকায় সরবরাহ করবে ভ্যাকসিন কোম্পানি।

এই বিরাট তারতম্য দেখে কেন্দ্র সরকারের প্রতি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শুধু ক্ষোভ প্রকাশই নয়। দেশের প্রতিটা রাজ্যের মানুষের কথা ভেবে তিনি এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হন। তার দাবি কেন্দ্রীয় সরকার যেন ভ্যাকসিন সরবরাহ নিয়ে নতুন নীতি গ্রহণ করেন। 

রাজ্য সরকারের দাবি, কেন্দ্র যেন প্রতিটি রাজ্যে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করে। করোনার প্রভাব দিন দিন মারাত্মক দিকে এগোচ্ছে। কাজেই এই বিপদের সময় মানুষের কাছে দ্রুত ভ্যাকসিন পৌঁছে দেওয়া দরকার। বিক্রয় মূল্যের ক্ষেত্রে যে তারতম্য লক্ষ্য করা যাচ্ছে, সেটির বিষয়ে পরিবর্তনমূলক পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়েছে।

আগামী সোমবার ১০ই মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে দায়ের হওয়া করোনা ভ্যাকসিন সংক্রান্ত এই মামলাটির শুনানি হওয়ার কথা আছে।