পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্যে জ্বালানি তেলের দাম অগ্নিমূল্য। পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে বাড়তে প্রায় সেঞ্চুরি পার করেছে। একটানা বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। জ্বালানি গ্যাসের দাম বেড়েছে সাথে সাথে।
দিন দিন ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। ট্যাক্সি চালক, বাস চালক, অটো চালকরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন। যত টাকা ভাড়া নিতে হয়, তার থেকেও বেশি তেলের দাম। তেলের দাম হিসেবে, গাড়ির ভাড়া আরো বাড়াতে হবে কিন্তু ভাড়া বাড়ালেই প্যাসেঞ্জার কোথায়? এবার সমস্যার মধ্যে গাড়ি চালকরাও।
সমস্ত দিক মাথায় রেখে জ্বালানি তেলের দাম লাগাতার বৃদ্ধির প্রতিবাদে দেখা গেছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। তিনি আজ বাড়ি থেকে নবান্নে গেলেন ইলেকট্রিক স্কুটার করে। মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখা গেছে তিনি একটি ইলেকট্রিক স্কুটার এর পিছনে বসে আছেন এবং তার গলায় ঝোলানো রয়েছে একটি ব্যানার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুটি চালক হিসেবে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ইলেক্ট্রিক স্কুটি ফিরহাদ হাকিম চালাচ্ছিলেন এবং ব্যাকসিটে মুখ্যমন্ত্রী বসে ছিলেন। শুধু তিনি একা নন। তার নিরাপত্তা রক্ষীরা ও তার সঙ্গে রয়েছেন বাইকে করে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নবান্নের উদ্দেশ্যে রওনা দেন ইলেকট্রিক স্কুটার-এ চেপে।