পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ফের বাংলার উপকূলের ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড়। এখনো পর্যন্ত সঠিক ল্যান্ডফল এর পূর্বাভাস না দিতে পারলেও বাংলা অথবা ওড়িশার উপকূলে যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় তা নিয়ে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন বিশিষ্ট আবহাওয়াবিদরা। দিল্লির মৌসম ভবন এর তরফ থেকেও জারি করা হয়েছে সর্তকতা।
গতবছর ঠিক এই সময়ে আমফানের মুখোমুখি হয়েছিল বাংলা। সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই এই ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর মোকাবিলা করতে ইতিমধ্যেই রাজ্যস্তরে শুরু করা হয়েছে কাজ। কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে নবান্নর পাশে প্রশাসনিক ভবন উপান্নতে।
I have extensively reviewed the Disaster Management preparedness with regards to the impending Yaas cyclone today afternoon with all senior officers of relevant Central & State agencies along with DMs & SPs.(1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 22, 2021
ইতিমধ্যেই রাজ্যের জেলাশাসক ও এসপি দের সাথে সাথে রাজ্য এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা দলের সাথে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার থেকে সকলকে জানিয়েছেন “সমস্ত অফিসিয়ালদের উপকূল এর অঞ্চলজুড়ে আগাম প্ল্যানিং এবং মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ তাড়াতাড়ি শেষ করতে বলা হয়েছে।”
Fishermen have been alerted to immediately return. 24×7 control rooms have been set up (Ph No – 1070 & 033-22143526). All agencies have been asked to spring into action. Relief materials have been dispatched & Quick Response Teams are mobilised.
I request all to stay alert.(3/3)— Mamata Banerjee (@MamataOfficial) May 22, 2021
তিনি আরো বলেন “সমস্ত মৎস্যজীবীদের এখনই ফিরে আসতে বলা হচ্ছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কন্ট্রোল রুম নম্বর তৈরি করা হয়েছে যেটি হল ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। সমস্ত অফিসিয়ালদের বলে দেওয়া হয়েছে তৈরি থাকতে এবং ইতিমধ্যেই বিভিন্ন স্থানে অনুদান নিয়ে পৌঁছে গিয়েছে কুইক রেসপন্স টিম।”
বিশেষ দ্রষ্টব্যঃ- আমাদের মিডিয়া হাউজ পশ্চিমবঙ্গ ডট কম এর তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হবে ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মানুষদের জন্য। খুব শীঘ্রই আমরা এই নম্বরটি আপনাদের সাথে শেয়ার করব।